জামালপুর প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে জামালপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জামালপুরে জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া |
বুধবার (২২ জানুয়ারী) বিকেলে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা শাখা এই কর্মসুচির আয়োজন করে।
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জামালপুর জেলা শাখার সহ সভাপতি অ্যাডভোকেট মো: আব্দুল হাইয়ের সভাপতিত্বে সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো: দিদারুল ইসলাম দিদার, অ্যাডভোকেট নওয়াব আলী, অ্যাডভোকেট ফজলুল হক, অ্যাডভোকেট আনিছুজ্জামান গামা, অ্যাডভোকেট মোকাম্মেল হক, অ্যাডভোকেট নজরুল ইসলাম মোহন, অ্যাডভোকেট রফিকুল হক, অ্যাডভোকেট মোবারক হোসেন, অ্যাডভোকেট রিশাদ রেজোয়ান বাবুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর সাধারণ মানুষের মত আইনজীবীরাও আওয়ামী লীগের নির্যাতনের শিকার হয়েছে। এ কারণে তারা এখন প্রকাশ্যে আসতে পারে না, পালিয়ে বেড়াচ্ছে। আমাদের শহীদ জিয়াউর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ূ কামনা করে দোয়া পরিচালনা করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।