সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বিপুল মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু
সরিষাবাড়ীতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় একজনের মৃত্যু


এই ঘটনায় আরো দুই জন গুরুত্বর আহত হয়েছেন। শুক্রবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামে বসত ভিটার ১৩ শতাংশ জমি নিয়ে তোতা তালুকদারের ছেলে আপেল মিয়া ও আনোয়ার হোসেনের ছেলে বিপুল মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। গত বৃহস্পতিবার পুলিশের অনুমতি সাপেক্ষে ওই বিরোধপূর্ণ জমি থেকে দুটি বনজ গাছ কেটে নেন বিপুল মিয়া। এতে আপেল মিয়া ও তার পরিবারের লোকজন বিপুলের উপর চড়াও হয়। বিপুল মিয়া বিষয়টি থানায় অবহিত করলে আরো উত্তেজিত হয়ে ওঠে আপেল মিয়া ও তার পরিবারের লোকজন। একপর্যায়ে শুক্রবার দুপুরে বিপুলের বাড়িঘরে ধারালো অস্ত্র ও লাঠি-সোঠা নিয়ে অতর্কিত হামলা চালায় আপেল মিয়া ও তার পরিবারের লোকজন। হামলাকারীদের ধারালো অস্ত্র ও লাঠিসোঠার আঘাতে বিপুল মিয়া (৪৫), তার স্ত্রী মুক্তা বেগম (৩৫) ও মা আছমা বেগম (৬৫) গুরুত্বর আহত হন। তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাদেরকে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপুল মিয়াকে মৃত ঘোষনা করেন এবং উন্নত চিকিৎসার জন্য মুক্তা বেগমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঘটনার পর থেকে আপেল মিয়া ও তার পরিবারের অন্য সদস্যরা গা-ঢাকা দিয়েছে। নিহতের চাচাতো ভাই রাজু মিয়া জানান, বসতভিটার ১৩ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে ওই দুই পরিবারের বিরোধ চলছে। বেশ কয়েকবার দেন-দরবার করেও তা সুরাহা করা যায়নি।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চাঁদ মিয়া বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আপেলের মা আনোয়ারা বেগমকে আটক করা হয়েছে, বাকি আসামীদের আটকের চেষ্টা চলছে। নিহতের পরিবার এখনো কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top