হারুন উর রশিদ: জামালপুরের বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় আয়শা আক্তার (১৮) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
বকশীগঞ্জে বিয়ের ১৮ দিনের মাথায় নববধূর রহস্যজনক মৃত্যু |
জানা যায়, ১৮ দিন আগে বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের নামাপাড়া গ্রামের ফরিদ মিয়ার ছেলে জাহীনুর ইসলামের সঙ্গে দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর গ্রামের ছামেদ আলীর মেয়ে আয়শা আক্তারের বিয়ে হয়।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে স্বামীর ঘরে আয়শা আক্তারকে পরে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তার শ্বাশুরী জাহানারা বেগম।
এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে আয়শা বেগমের কানে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ জানান, কিভাবে নববধূর মৃত্যু হয়েছে তা তদন্ত করা হবে। একই সঙ্গে নববধূর মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।