কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের নবাগত জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম কাজিপুরে এক মতবিনিময় সভায় অংশ নেন।
বৃহস্পতিবার দুপুরে কাজিপুর উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী অফিসার দেওয়ান আকরামুল হক।
সভায় আমন্ত্রিত অতিথিদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন, সরকারি কর্তকর্তা আর জনগণের আন্তরিক প্রচেষ্টার সম্মিলিত প্রয়াস দেশের উন্নয়নের প্রধান নিয়ামক।
এসময় তিনি জনগণের চাহিদাকে গুরুত্ব দিয়ে জনঅংশগ্রহণের মাধ্যমে এলাকার উন্নয়ন নিশ্চিত করার প্রতি তিনি গুরুত্ব দেন। এইসাথে নবাগত জেলা প্রশাসক উপস্থিত অতিথিদের কথা শোনেন ও তা সমাধানের আশ্বাস দেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দিদারুল আহসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোমেনা পারভীন, কাজিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, কাজিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুস সালাম, কাজিপুর পুজা উদযাপন পরিষদের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যাপক পরিমল কুমার তরফদার, বেগম আমিনা মনসুর টেক্সটাইল ইনস্টিটিউটের অধ্যক্ষ নাসির উদ্দিন, উপজেলা জামাতের আমির জাহিদুল ইসলাম, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক আবদুল জলিল, কাজিপুর উপজেলার সার ডিলার সমিতির সভাপতি হাজী চান মিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আকিব আহমেদ অন্তর প্রমূখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।