কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ৭৫ নম্বর নাটুয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।
কাজিপুরে প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত |
এই অনুষ্ঠানের মাধ্যমে যেসব শিক্ষার্থীর বয়স চার বছরের উপরে তাদেরকে বিদ্যালয়ে বরণ করে নেয়া হয়েছে। বুধবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে তাদের বরণ করে নেয়া হয়।
এ উপলক্ষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোনারুল ইসলাম মুক্তা নবীন শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন। পরে কেক ও মিষ্টি বিতরণ করা হয়।
এরপর শিক্ষক ও শিক্ষার্থীরা নেচে গেয়ে, কবিতা আবৃত্তি ও নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীদের বরণ করে নেন।
ব্যতিক্রমী এই অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের বরণ করে নেয়ায় খুশি শিক্ষার্থী অভিভাবকগণ।
এই ধরণের অনুষ্ঠান কোমলমতি শিক্ষার্থীদের মন ও মননে সুন্দর প্রভাব ফেলবে বলে জানান অভিভাবকগণ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।