মাদারগঞ্জে ভাতিজার বিরুদ্ধে চাচীকে মারধরের অভিযোগ

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে চাচার সাথে জমি নিয়ে বিরোধের জেরে ফরিদপুরে পুলিশে কর্মরত ভাতিজা রফিকুল ইসলামের (৪২) বিরুদ্ধে চাচী নুরুন্নাহার বেগমের (৬০) মাথায় শাবল দিয়ে আঘাত করে গুরুত্বর আহত করার অভিযোগ উঠেছে।

মাদারগঞ্জে ভাতিজার বিরুদ্ধে চাচীকে মারধরের অভিযোগ
মাদারগঞ্জে জমি নিয়ে বিরোধে ভাতিজার বিরুদ্ধে চাচীকে মারধরের অভিযোগ


শনিবার (১৮ জানুয়ারী) বিকেলে উপজেলার জাঙ্গালিয়া পূর্বপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় আহতের স্বামী আবুল মনছুর (৭৪) মাদারগঞ্জ থানায় অভিযোগ দিয়েছেন।  

অভিযোগ সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া পূর্বপাড়া গ্রামের মৃত খোকা মন্ডলের ছেলে পুলিশের এএসআই রফিকুল ইসলামের (৪২) সাথে তার চাচা আবুল মনছুরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। কিছুদিন আগে আবুল মনছুর বসত বাড়ীতে পাকা ভবন নির্মাণের কাজ শুরু করেন। এরপর থেকে তার ভাতিজা রফিকুল ইসলাম নির্মানকাজে বাধা প্রদান করেন। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার জন্য আগামীকাল রবিবার সালিশ বৈঠক ডাকায় তার ভাতিজা ক্ষুদ্ধ হয়। পরে বিকেলে রফিকুল ইসলাম তার বড় বোনের ছেলে এনামুল হক (২৪) ও রনি মিয়াকে (২০) সঙ্গে নিয়ে পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে চাচা আবুল মনছুরের বাড়ীতে হামলা চালায় এবং বসত ঘরের টিনের বেড়ার ক্ষতিসাধন করে। এ সময় রফিকুল ইসলাম তার চাচী নুরুন্নাহার বেগমকে মারধর করে একপর্যায়ে মাথায় সাবল দিয়ে আঘাত করে গুরুত্বর আহত করে ও চাচাতো বোন সুইটি আক্তার শুভাকে মারধর করে আহত করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। পরে তাদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে নুরুন্নাহার বেগম ও সুইটি আক্তার শুভাকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। নুরুন্নাহার বেগমের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। এই ঘটনায় আবুল মনছুর মাদারগঞ্জ মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।  

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, জমি নিয়ে বিরোধে চাচীকে মারধরের ঘটনায় পুলিশের এএসআই রফিকুল ইসলামে বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন তার চাচা আবুল মনছুর। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।  




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top