সেবা ডেস্ক: মালয়েশিয়ার প্রতি বাংলাদেশি শ্রমিকদের মাল্টিপল-এন্ট্রি ভিসার প্রস্তাব। অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে বিনিয়োগ, শ্রমিক প্রবেশ এবং আসিয়ানের সহযোগিতার আহ্বান।
বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার ভিসা সহজীকরণ প্রস্তাব |
বাংলাদেশি শ্রমিকদের জন্য মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসার আহ্বান প্রধান উপদেষ্টার
বাংলাদেশি শ্রমিকদের সুবিধার্থে মালয়েশিয়ার প্রতি মাল্টিপল-এন্ট্রি ভিসা প্রদানের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এর মাধ্যমে শ্রমিকরা প্রয়োজন অনুযায়ী সহজে দেশে আসা-যাওয়া করতে পারবেন।
আজ সোমবার রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওসমান প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি এই প্রস্তাব দেন।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, আগামী বছরের মে মাসের মধ্যে মালয়েশিয়ায় কাজে যোগ দিতে না পারা ১৮ হাজার বাংলাদেশি শ্রমিকের ভিসা ইস্যু দ্রুত সমাধান করা প্রয়োজন। তিনি বলেন, শ্রমিকদের সুষ্ঠু প্রবেশ নিশ্চিত করা হলে এটি উভয় দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
হাইকমিশনার জানান, মালয়েশিয়া ও বাংলাদেশের যৌথ কারিগরি কমিটি গত ৩১ ডিসেম্বর কুয়ালালামপুরে একটি বৈঠক করেছে। এ বিষয়ে আরও আলোচনা করতে মঙ্গলবার একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টা মালয়েশিয়াকে ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে আসিয়ান চেয়ারম্যানশিপের দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেন যে বাংলাদেশকে আসিয়ানের সেক্টোরাল ডায়ালগ পার্টনার এবং ভবিষ্যতে পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দিতে মালয়েশিয়া সহায়তা করবে।
প্রধান উপদেষ্টা জাতিসংঘের ৭৯/১৮২ রেজুল্যুশনের আলোকে রোহিঙ্গা সংকট সমাধানে আসন্ন আন্তর্জাতিক সম্মেলনে মালয়েশিয়ার সমর্থন কামনা করেন। তিনি বলেন, এই সংকট সমাধানে আসিয়ানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান উপদেষ্টা নতুন হাইকমিশনারকে বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগাতে মালয়েশিয়ান বিনিয়োগ ও কারখানা স্থানান্তর বৃদ্ধি করার আহ্বান জানান। তিনি আরও বলেন, এই বিনিয়োগ উভয় দেশের জন্যই অর্থনৈতিক সুযোগ তৈরি করবে।
বাংলাদেশ কুয়ালালামপুরে চতুর্থ দ্বিপক্ষীয় পরামর্শ প্রক্রিয়া (বিসিএম) আয়োজনের জন্য প্রস্তুত এবং পঞ্চম যৌথ কমিশন বৈঠক ২০২৫ সালের মাঝামাঝি ঢাকায় আয়োজনের পরিকল্পনা করছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।