সেবা ডেস্ক: ৫০ বছর পর দেশে ফেরার ইঙ্গিত দিলেন মেজর ডালিম। পিনাকী ভট্টাচার্যের ইউটিউব লাইভে উঠে এল তাঁর দেশে ফেরার পরিকল্পনা।
বাংলাদেশে ফিরছেন মেজর ডালিম! |
দীর্ঘ ৫০ বছর আড়ালে থাকা মেজর ডালিম অবশেষে প্রকাশ্যে এলেন। সোমবার (৬ জানুয়ারি) রাতে ইউটিউবে একটি লাইভ ভিডিওতে প্রবাসী লেখক, ব্লগার এবং সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য মেজর ডালিমের দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।
লাইভ ভিডিওতে পিনাকী ভট্টাচার্য বলেন, "আমাকে সুইডেনের একজন বড় ভাই, যিনি মেজর ডালিমের শিষ্য, বলেছিলেন যে মেজর ডালিমকে দেশে ফেরানো উচিত। উনি অবশ্যই দেশে ফিরবেন। আমরা যদি নতুন সংবিধান লিখে ১৫ আগস্টের ঘটনাকে বিপ্লবী অভ্যুত্থানের মর্যাদা দিতে পারি, তবে তিনি বীরের বেশে দেশে ফিরবেন।"
পিনাকী আরও বলেন, "২৪ এর বিপ্লব যারা রচনা করেছে তাদের অনেকের আইডল ছিলেন মেজর ডালিম। আমরা তাঁর নাম ইতিহাসে রাখবো ঈশা খান, তিতুমীর, হাজী শরিয়তউল্লার মতো।"
পিনাকীর মতে, "বাংলাদেশে যতবার জালিম আসবে, ততবার মেজর ডালিমের মতো বিপ্লবীর জন্ম হবে।" তিনি আরও বলেন, "নতুন সংবিধান রচনা হলে মেজর ডালিমের দেশে ফেরা বিপ্লবের প্রকৃত বিজয় হিসেবে চিহ্নিত হবে।"
ভিডিও লিংক: লাইভ দেখুন এখানে
মেজর ডালিম বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ও বিতর্কিত নাম। ১৯৭৫ সালের ১৫ আগস্টের অভ্যুত্থানে তার সক্রিয় ভূমিকার জন্য তিনি আলোচিত ও নিন্দিত। দীর্ঘদিন ধরে তিনি দেশের বাইরে অবস্থান করছেন।
বিশ্লেষকদের মতে, ডালিমের দেশে ফেরার বিষয়টি শুধুমাত্র তার ব্যক্তিগত ইচ্ছার ব্যাপার নয়; এটি রাজনৈতিক ও কূটনৈতিক জটিলতার সঙ্গে সরাসরি জড়িত।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।