কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার মাইজ বাড়িতে ইউনিয়ন বিএনপির এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
কাজিপুরে মাইজবাড়ি ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত |
বুধবার বিকেলে মাইজবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় সভাপতিত্ব করেন মাইজবাড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক। মাইজবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি রাকিবুল হাসান রকির সঞ্চালনায় অনুষ্ঠানে সভায় প্রধান অতিথিন বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি সেলিম রেজা। তিনি বলেন, যারা দলের জন্যে শ্রম দেন, ঘাম ঝরান জনগণ এবং হাইকমান্ড কেবল তাদেরই মূল্যায়ণ করবে বলে আমি বিশ্বাস করি। এসময় তিনি বিভ্রান্ত না হয়ে নেতাকর্মিদের দলীয় কর্মকান্ডে সম্পৃক্ততা বাড়ানোর আহবান জানান। বক্তব্যের শুরতেই তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক, সাবেক মেয়র ও প্রভাষক আব্দুস সালাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন ও হাজী মিজানুর রহমান বাবলু।
সভায় অন্যদের মধ্যে ছিলেন কাজিপুর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আতিকুর রহমান আতিক, মাইজবাড়ী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শাহ জামাল, যুগ্ন সাধারণ সম্পাদক মজনু মিয়া, সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান স্বপন, মাইজবাড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, মাইজবাড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মুন্না মাহমুদ প্রমূখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।