সেবা ডেস্ক: জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই আসে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব।
আগে স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নই আসে না ॥ ফখরুল |
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই আসে না। তিনি জানান, চলতি বছরের জুলাই-আগস্টের মধ্যেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়া উচিত। এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
জাতীয় নির্বাচনের গুরুত্ব
মির্জা ফখরুল বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক কাঠামো কার্যকর করা সম্ভব। তিনি বলেন, “বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে হয়নি। মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তাই জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়েই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সম্ভব।”
ফখরুল আরও বলেন, “নির্বাচন কমিশন জানিয়েছে, তারা জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত। তবে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের পরে হওয়া উচিত।”
সংস্কার ও বর্তমান সংকট
ফখরুল বলেন, “দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বাড়ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মুদ্রাস্ফীতি, এবং কর বৃদ্ধি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তাই একটি গ্রহণযোগ্য নির্বাচনই বর্তমান সংকট থেকে উত্তরণের পথ হতে পারে।”
বিএনপির সংস্কার প্রস্তাবের বিষয়ে তিনি বলেন:
“২০১৬ সালে আমরা ‘ভিশন-২০৩০’ দিয়েছি এবং ২০২৩ সালে ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। দেশের রাজনৈতিক কাঠামোকে গণতান্ত্রিক করতে এসব প্রস্তাব খুবই গুরুত্বপূর্ণ।”
ভোটার তালিকা ও অন্যান্য প্রক্রিয়া
বিএনপি মহাসচিব বলেন, “ভোটার তালিকা হালনাগাদসহ প্রিসাইডিং অফিসার নিয়োগের মতো আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে খুব বেশি সময় লাগবে না। এক মাসের মধ্যেই ভোটার তালিকা হালনাগাদ করা সম্ভব। এছাড়া নির্বাচন আয়োজনের জন্য দুই মাস যথেষ্ট সময়।”
ভারতের সঙ্গে সম্পর্ক ও চুক্তি প্রকাশের দাবি
ভারতের সঙ্গে চুক্তি প্রসঙ্গে ফখরুল বলেন, “জনগণের স্বার্থবিরোধী কোনো চুক্তি জনগণ মেনে নেবে না। সরকার এসব চুক্তি জনসম্মুখে প্রকাশ করা উচিত।”
জামায়াত ও অন্যান্য রাজনৈতিক দল নিয়ে অবস্থান
জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্বের বিষয়ে তিনি বলেন, “রাজনৈতিক দলগুলোর নিজস্ব চিন্তাভাবনা থাকতেই পারে। তবে জাতীয় স্বার্থে যুগপৎ আন্দোলনে আমাদের অবস্থান স্পষ্ট।”
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।