সেবা ডেস্ক: নাহিদ রানার গতি ও দক্ষতাকে ভবিষ্যতের সম্পদ বললেন অ্যামব্রোস। অতিরিক্ত খেলা নিয়ে সতর্কবার্তা দিলেন তিনি। কী বললেন রানা?
নাহিদ রানাকে নিয়ে যে সতর্কবার্তা দিলেন অ্যামব্রোস |
ঈশপের গল্পে সোনার ডিম পাড়া রাজহাঁসের কথা আমরা সবাই জানি। সেই গল্পের মতোই, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার কার্টলি অ্যামব্রোস নাহিদ রানাকে ভবিষ্যতের দারুণ সম্পদ হিসেবে উল্লেখ করেছেন। তবে একসঙ্গে বেশি ব্যবহার করলে ভবিষ্যৎ এই প্রতিভা আগেভাগেই নিঃশেষ হয়ে যেতে পারে বলে সতর্ক করেছেন তিনি।
২২ বছর বয়সী এই তরুণ পেসার ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারেন, যা বাংলাদেশ দলের জন্য বড় এক সম্পদ। বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলে ফেলেছেন নাহিদ। আগামী ৭ ফেব্রুয়ারি বিপিএল শেষ হলেও মার্চে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে খেলতে নামবেন তিনি।
অ্যামব্রোসের সতর্কবার্তা
অতিরিক্ত ম্যাচ খেলার কারণে নাহিদের শরীরের উপর অতিরিক্ত চাপ পড়তে পারে বলে আশঙ্কা করছেন অ্যামব্রোস। “তরুণ পেসার হিসেবে তাঁর শরীর এখনো পুরোপুরি প্রস্তুত নয়। অতিরিক্ত খেলার কারণে বড় ক্ষতি হয়ে যেতে পারে,” বলেছেন কিংবদন্তি এই পেসার। তিনি আরও যোগ করেন, ভালো পরিচর্যা পেলে রানা দীর্ঘদিন বাংলাদেশ দলের জন্য খেলতে পারবেন।
পিএসএলে ডাক পাওয়ার পর এক টিভি সাক্ষাৎকারে নাহিদ রানা বলেন, “সর্বপ্রথম ওপরওয়ালার শুকরিয়া আদায় করতে চাই। আলহামদুলিল্লাহ, বিদেশি লিগে প্রথমবার ডাক পেয়েছি। এটা আমার জন্য বড় অর্জন।”
বিপিএল ও পিএসএলে ব্যস্ত সূচির মাঝেও নিজেকে ফিট রাখতে চান নাহিদ। তিনি আরও বলেন, “এখন শুধু বিপিএল নিয়ে ভাবছি। এরপর পিএসএল নিয়ে পরিকল্পনা করব।”
বাংলাদেশের ভবিষ্যৎ সম্পদ
অ্যামব্রোস মনে করেন, নাহিদের গতি ও বোলিংয়ের ধারাবাহিকতা তাঁকে একজন সফল পেসার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে। তরুণ পেসারদের গতি সবসময় ব্যাটসম্যানদের জন্য চ্যালেঞ্জ তৈরি করে। তাঁর পরামর্শ, নাহিদকে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে ভালোভাবে পরিচালনা করতে হবে।
গত বছর মার্চে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া নাহিদ এরই মধ্যে ৬ টেস্ট ও ৩টি ওয়ানডে খেলেছেন। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তাঁর পারফরম্যান্স অ্যামব্রোসের নজর কেড়েছে। তিনি মনে করেন, “ভালো গাইডলাইন ও কোচিং পেলে রানা বাংলাদেশের ক্রিকেটকে অনেক দিন সার্ভ করতে পারবে।”
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।