জামালপুরে জুলাই বিপ্লবের ঘোষণার পক্ষে লিফলেট বিতরণ

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের পক্ষে জনসমর্থন সৃষ্টিতে লিফলেট বিতরণ এবং জনসংযোগ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। 

জামালপুরে জুলাই বিপ্লবের ঘোষণার পক্ষে লিফলেট বিতরণ


রোববার দুপুরে শহরের ফৌজদারি মোড় থেকে জজ কোর্ট এলাকা পর্যন্ত এই জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন তারা।

গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য লুৎফর রহমানের নেতৃত্বে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার আহবায়ক মীর ইসহাক হাসান ইখলাস, মূখ্য সংগঠক আব্দুর রহিম রবিন, মুখপাত্র মাহমুদুল হাসান বিবেক, জাতীয় নাগরিক কমিটি জেলা শাখার হিফজুর রহমান বকুল, আরাফাত হোসেন শাকিল, নুরনবী, স¤্রাটসহ অন্যান্যরা অংশ নেন। লিফলেট বিতরণ শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য লুৎফর রহমান বলেন, জুলাই প্রক্লেমেশনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি করি। সেটি থেকে আমরা ঘোষণা দেই যে, ২ হাজারেরও অধিক শহীদের বিনিময়ে গত ৫ আগষ্টের পরে যে সরকার গঠিত হলো, দেশের নতুন একটি বাস্তবতা তৈরি হলো। এই শহীদদের একটি স্বীকৃতি দরকার। এই অভূতপূর্ব যে গণঅভ্যূত্থান বা বিল্পব এই বিপ্লবের একটি স্বীকৃতি দরকার। সেই স্বীকৃতির লক্ষ্যে আমরা জুলাই ঘোষনাপত্রের দাবী জানাই। সরকার আন্তরিকতার সাথে সেটিকে গ্রহণ করেছে। আমরা চাই যে অভ্যূত্থানটি হয়েছে সরকার সে অভুত্থানের একটি আনুষ্ঠানিক স্বীকৃতি দিবে। লিফলেট বিতরণে তারা জুলাই অভ্যূত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করাসহ ৭ দফা দাবি তুলে ধরেন।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top