জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামেও দাপট দেখাচ্ছে শীত। এতে বিপাকে পড়েছে অসহায় দুস্থ ও শিশুরা। তাদের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে আমান গ্রুপ।
কুড়িগ্রাম আমান গ্রুপের শীতবস্ত্র বিতরণ |
"হাতে হাত রেখে কাজ করি-উষ্ণতার বন্ধনে দেশ গড়ি" এ স্লোগানকে ধারন করে জেলা সদরে হলোখানা ইউনিয়নে দুই শতাধিক দুস্থ অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিরতণ করেছে আমান গ্রুপ।
সোমবার (১৩ জানুয়ারী) বিকাল ৪টায় কুড়িগ্রাম
টাপুরচর সরকারি প্রথমিক বিদ্যালয়ের মাঠে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হলোখানা ইউনিয়নের চেয়ারম্যান মো: রেজাউল করিম রেজা। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আমান ফিডের পরিবেশক রোস্তম আলী, আমান সিমেন্টের এজিএম জিল্লুর রহমান, সহ-ব্যবস্থাপক ইমাম হোসেন, সিনিয়র সাংবাদিক জি এম ক্যাপ্টেন প্রমূখ।
বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্বাবধান করেন আমান সিমেন্টের পরিবেশক আলহাজ্ব আমিনুল ইসলাম।
কম্বল পেয়ে মহিরন বেগম বলেন, কম্বল খ্যান প্যায়া খুউব উপকার হইল বাবা। কয়েক দিন থাকি খুউব ঠান্ডা। খুব কষ্টে আইত কাটপার নাগছোং।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।