সেবা ডেস্ক: বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের পূর্বঘোষিত দাওয়াতী মাসের কার্যক্রম হিসেবে জানুয়ারি মাসব্যাপী সদস্য সংগ্রহ অভিযান কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
আজ বুধবার (১ জানুয়ারি) বাদ মাগরিব যাত্রাবাড়িস্থ খেলাফত আন্দোলনের থানা কার্যালয়ে খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও গবেষণা সম্পাদক এবং ঢাকা মহানগর আমীর মাওলানা মাহবুবুর রহমান নির্দিষ্ট ফরম পূরণ করত তাঁর সদস্যপদ নবায়নের মাধ্যমে সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।
এরপর ফরম পূরণ করে সদস্যপদ নবায়ন করেন খেলাফত আন্দোলনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর সেক্রেটারি মোফাচ্ছির হোসাইন, মহানগর সহ সাংগঠনিক সম্পাদক ও যাত্রাবাড়ি থানা আমীর মুফতী মাহফুজ মুসলেহ, মহানগর সহ প্রচার সম্পাদক শরীফুল ইসলাম, যাত্রাবাড়ি থানা সাংগঠনিক সম্পাদক মাওলানা জুম্মানুল আবেদীন, মাহদি হাসান প্রমূখ। এসময় উপস্থিত অনেকেই ফরম পূরণ করে খেলাফত আন্দোলনে যোগদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, সর্বজনশ্রদ্ধেয় বুযুর্গ হযরত হাফেজ্জী হুজুর রহ. বাংলাদেশে ইসলামী শাসনব্যবস্থা কায়েমের পথকে প্রশস্ত করা ও বাংলাদেশের জমীনকে ইসলামের জন্য উর্বর করার লক্ষ্যে ১৯৮১ সালে রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থায় ইনসাফ প্রতিষ্ঠা একটি দুরুহ ব্যাপার। ভোটব্যাংক নষ্ট হয়ে যাওয়ার ভয়ে রাজনৈতিক দলগুলো কায়েমী স্বার্থবাদী, চাঁদাবাজ, সিন্ডিকেট অপরাধীদের বিচার কিংবা দমন করতে কোন আগ্রহ দেখায় না। বরং এদের নিয়ন্ত্রণ ও অভিভাবকত্ব করার মাধ্যমে আর্থিকভাবে আরও ফুলেফেঁপে উঠে ক্ষমতাসীন দলগুলো। সুতরাং একমাত্র ইসলামী শাসনব্যবস্থাই পারে সব জুলুম-নিপীড়নের অবসান ঘটিয়ে ইনসাফ কায়েম করতে ও প্রত্যেকের প্রাপ্য অধিকার বুঝিয়ে দিতে।
নেতৃবৃন্দ, ইসলামী শাসনব্যবস্থা তথা খেলাফত কায়েমের লক্ষ্যে ঢাকা মহানগর আওতাধীন সকল নেতা-কর্মীদের কে দাওয়াতী মাসে সর্বসাধারণের কাছে খেলাফতের দাওয়াত পৌছে দিতে দাওয়াতী কার্যক্রমের প্রতি গুরুত্ব দেয়া এবং দেশের আপামর জনসাধারণ কে হযরত হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলনে যোগদানের আহবান জানান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।