খালেদা জিয়া লন্ডনের বিশেষায়িত ক্লিনিকে ভর্তি হয়েছেন

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনের ‘লন্ডন ক্লিনিকে’ ভর্তি হয়েছেন। দীর্ঘ সাড়ে ৭ বছর পর তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ।

খালেদা জিয়া লন্ডনের বিশেষায়িত ক্লিনিকে ভর্তি হয়েছেন
খালেদা জিয়া লন্ডনের বিশেষায়িত ক্লিনিকে ভর্তি হয়েছেন


বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য লন্ডনের একটি বিশেষায়িত ক্লিনিকে ভর্তি হয়েছেন। বুধবার (স্থানীয় সময়) সকালে হিথ্রো বিমানবন্দরে পৌঁছানোর পর তাকে সরাসরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি চালিয়ে মা খালেদা জিয়াকে ‘লন্ডন ক্লিনিক’-এ নিয়ে যান। দীর্ঘ সাড়ে সাত বছর পর মায়ের সঙ্গে সরাসরি সাক্ষাৎ হলো তার।

বুধবার সকাল ৮টা ৫৯ মিনিটে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন খালেদা জিয়া। বিমানবন্দরে তাকে স্বাগত জানান যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক ও সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ। নেতাকর্মীরা খালেদা জিয়ার প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

এ সময় খালেদা জিয়াকে হুইলচেয়ারে করে তারেক রহমানের কাছে আনা হয়। তারেক রহমান মা খালেদা জিয়াকে জড়িয়ে ধরে উষ্ণ অভ্যর্থনা জানান।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছেন। উন্নত চিকিৎসার জন্য কাতার আমিরের বিশেষ উদ্যোগে একটি এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে লন্ডন পাঠানো হয়। মঙ্গলবার রাত ১১টা ৪৬ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি উড্ডয়ন করে।

বিএনপি চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, ‘লন্ডন ক্লিনিকে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে ভর্তি করা হয়েছে।

খালেদা জিয়া সর্বশেষ ২০১৭ সালের জুলাই মাসে লন্ডন সফর করেছিলেন। এরপর নানা কারণে তার আর বিদেশ সফর হয়নি। এবারের সফরে দীর্ঘ সাড়ে সাত বছর পর তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাৎ হলো।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top