কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে দুঃস্থদের মাঝে চারশ শীতবস্ত্র ( কম্বল) বিতরণ করা হয়েছে।
কাজিপুরে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ |
শুক্রবার বাদ জুম্মা উপজেলার মেঘাই মডেল মসজিদ প্রাঙ্গণে বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী কাজিপুর উপজেলা শাখার আমির সহকারি অধ্যাপক টিএম জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম।
এছাড়া বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইজবাড়ি দাখিল মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট ও নায়েবে আমির শাহিনূর আলম, জামায়াতে ইসলামী কাজিপুর শাখার সাধারণ সম্পাদক আরমান হোসেন প্রমূখ।
প্রাথমিক বিদ্যালয় ফুটবলে সিরাজগঞ্জ জেলায় চ্যাম্পিয়ন কাজিপুরের কাচিহারা সপ্রাবি
প্রাথমিক বিদ্যালয় ফুটবলে সিরাজগঞ্জ জেলায় চ্যাম্পিয়ন কাজিপুরের কাচিহারা সপ্রাবি |
প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয় বালক দল চ্যাম্পিয়ন হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে সিরাজগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় তারা বেলকুচি উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩ গোলে পরাজিত করে। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে অমীমাংসিত থাকলে টাইব্রেকার অনুষ্ঠিত হয়। খেলা শেষে বিজয়ী দলকে চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন কাজিপুরের শিক্ষা অফিসার হাবিবুর রহমান, সহকারি শিক্ষা অফিসার মিরাজুল ইসলাম, কাচিহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম, সহকারি শিক্ষক হাসিবুল রতন প্রমূখ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।