সেবা ডেস্ক: অন্তর্বর্তী সরকার জাতীয় ও স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। দুর্নীতি দমন, সবুজ জ্বালানি রূপান্তর এবং বন্দর উন্নয়নেও গুরুত্বারোপ।
জাতীয় ও স্থানীয় নির্বাচন প্রস্তুতিতে ব্যস্ত অন্তর্বর্তী সরকার।। ছবি: প্রথম আলো |
অন্তর্বর্তী সরকার জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আজ বুধবার ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা জানান।
প্রধান উপদেষ্টা জানান, বাংলাদেশের পরবর্তী জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার বিস্তৃত পরিকল্পনা গ্রহণ করেছে। নিকোলা বিয়ারকে তিনি বলেন, জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতিও সমানতালে চলছে।
নিকোলা বিয়ার জানান, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমকে সমর্থন করছে এবং প্রযুক্তিগত দক্ষতা দিয়ে এ কাজে সহায়তা করতে প্রস্তুত। তিনি বলেন, "আপনারা যা কিছু করতে চান, আমাদের জানান। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার শুধু কাজ করছে না, কার্যকর ফলাফল আসার মতো উদ্যোগও বাস্তবায়ন করছে।"
সবুজ জ্বালানি রূপান্তর ও দুর্নীতি মোকাবিলায় সহায়তার আহ্বান:
বর্তমান সময়কে একটি "উপযুক্ত সময়" উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, দুর্নীতি দমন, জ্বালানি ক্ষেত্রে সবুজ রূপান্তর, এবং সুন্দরবনসহ নদী ব্যবস্থাপনার জন্য একটি বিস্তৃত পরিকল্পনা প্রণয়ন করা প্রয়োজন। এ বিষয়ে ইআইবির সহযোগিতা চান তিনি।
এছাড়া চট্টগ্রাম বন্দরের কার্যক্রম উন্নয়ন ও উত্তরাঞ্চলের পানি ব্যবস্থাপনায় ইআইবির সাহায্য চেয়ে প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, "বাংলাদেশের বৃহত্তম বন্দর চট্টগ্রামের উন্নয়ন শুধুমাত্র বাংলাদেশ নয়, ভারতের পূর্বাঞ্চল ও মিয়ানমারের জন্যও উপকারী হবে।"
গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লিয়েনের সঙ্গে বৈঠকের বিষয়টি উল্লেখ করেন অধ্যাপক ইউনূস। বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই ও নবায়নযোগ্য জ্বালানির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছিল।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বিডার চেয়ারম্যান আশিক মাহমুদ চৌধুরী, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, ইআরডি সচিব শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।