ঘর-বাঁধার স্বপ্ন নিয়ে বাংলাদেশে আসা ভারতীয় নবদম্পতি কারাগারে

Seba Hot News : সেবা হট নিউজ
0

জি এম ক্যাপ্টেন কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে এক বাংলাদেশি যুবকসহ ভারতীয় নবদম্পতিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি,র) সদস্যরা।

ঘর-বাঁধার স্বপ্ন নিয়ে বাংলাদেশে আসা ভারতীয় নবদম্পতি কারাগারে
ঘর-বাঁধার স্বপ্ন নিয়ে বাংলাদেশে আসা ভারতীয় নবদম্পতি কারাগারে 


আটকের তাদেরকে রাতেই ফুলবাড়ী থানায় বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করেছে। সোমবার দুপুরে ফুলবাড়ী থানার পুলিশ বাংলাদেশি যুবকসহ ভারতীয় নবদম্পতিকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম কারাগারে প্রেরণ করেছে। 


বিজিবি ও পুলিশ সুত্রে জানা গেছে, ভারতীয় নবদম্পতি ঘর বাঁধার স্বপ্ন নিয়ে ভারত থেকে সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে পালিয়ে এসেছেন। ভারতীয় নবদম্পতি বাংলাদেশে ঘর-সংসার করে বাকী জীবনটা কেটে দিতেন। কিন্তু সেই স্বপ্ন তাদের পূরণ করতে দেয়নি বেরসিক বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিব'র) সদস্যরা।


দুই দেশের দালালের মাধ্যমে সীমান্তের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে প্রবেশের সময় লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন বালারহাট ক্যাম্পের টহল কমান্ডার হুমায়ূন কবিরের নেতৃত্বে এক দল বিজিবি,র সদস্য গতকার রবিবার বিকাল ৩ টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালাতাড়ী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৩ এর সাব পিলার ১০ এর এস থেকে ৪শ গজ বাংলাদেশের অভ্যন্তরে গজেরকুটি গ্রামে বাংলাদেশি সহযোগী যুবকসহ ভারতীয় দুই নাগরিককে আটক করে ক্যাম্পে নিয়ে যান। পরে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বাংলাদেশি সহযোগীসহ ভারতীয় দুই নাগরিকের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় সোপর্দ করেছেন। 


আটককৃতরা হলেন, ভারতের পশ্চিম বঙ্গের পুর্ব বর্ধমান জেলার নাদনঘাট থানার ধামাই গ্রামের বাবর আলী মন্ডলের মেয়ে এক সন্তানের জননী প্রেমিকা রেশমা মন্ডল জান্নান (২৯), দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উশতি থানার গড়খালী গ্রামের দেবকুমার সাপুইয়ের ছেলে ও প্রেমিক সৌরভ কুমার সাপুই (১৮) এবং সহযোগী যুবক পাশ্ববর্তী নাগেশ্বরী উপজেলার কাশিরডারা গ্রামের বাচ্চু মিয়ার ছেলে ইউসুফ আলী (২১)।


আটক ভারতীয় নবদম্পতি রেশমা মন্ডল জান্নান ও সৌরভ কুমার সাপুই জানান, প্রায় আড়াই বছর আগে আমাদের ফেসবুক মাধ্যমে পরিচয় হয়। এরপর দুই জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। আমরা দুজন দুইজনকে খুবই ভালো বাসি। গত তিন মাস আগে ভারতে বিবাহ করি। দুই পরিবার আমাদের মানি নিবেনা বলেই আমরা অনেক আশা করে বাংলাদেশে ঘর বাঁধার স্বপ্ন নিয়ে এসেছি। কিন্তুু ভাবেনি সীমান্তে বিজিবির হাতে আটক হবো। আমাদের ছেড়ে দেয়ার জন্য অনেক অনুরোধ করছি কিন্তু বিজিবি সেই অনুরোধ রাখেনি। বাংলাদেশি যুবকের বিষয়ে প্রশ্ন করলে ভারতীয় নাগরিক সৌরভ জানান, সে আমার ফেসবুক বন্ধু। আগেই তার সাথে আমার পরিচয়। তাকে শুধু বলেছি আমাদের একটু সহযোগীতা করার জন্য। 


ভারতীয় গৃহবধু রেশমা মন্ডল জানান, আমি ভারতে সরকারি গার্মেন্টস এই স্কুলে শিক্ষকতা করি। আমি আগের স্বামীকে ডিভোর্স দিয়ে সৌরভ কুমারকে বিয়ে করেছি। আমার একটা ৫ বছরের ছেলে সন্তান রয়েছে। আমার দ্বিতীয় স্বামী অন্য ধর্মের হওয়ায় পরিবার বিষয়টি মেনে নিবে না বলে ঘর সংসার করার জন্য দালালের মাধ্যমে দুই দফায় ৩২ হাজার টাকার বিনিময়ে কাঁটাতারের বেড়ার উপর দিয়ে পাড় করেছে। পাড় হওয়ার সময় পড়নের কাপড় ছিঁড়ে যায়। খুবই কষ্ট করে কাঁটাতারের বেড়া পেরিয়ে এসেছি। দুর্ভাগ্য কপাল বিজিবির হাতে আটক হয়। জানি না এখন কবে নিজ দেশে যেতে পারবো। 


লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন বালারহাট ক্যাম্পের টহল কমান্ডার হুমায়ূন কবির জানান, রাতেই বাদী হয়ে আটকদের বিরুদ্ধে মাদক দায়ের করে থানায় সোর্পদ করা হয়েছে এবং  অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘন্টা বিজিবি,র টহল অব্যাহত রয়েছে।   


এ প্রঙ্গসে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ জানান, বাংলাদেশি যুবকসহ  ভারতীয় আটক নবদম্পতির বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করেছে। সোমবার দুপুর ১২টায় কুড়িগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top