সেবা ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী সমিতির কার্যকরী কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা গত বুধবার, (১৫ই জানুয়ারি) মিরপুর ফয়জুন্নেচ্ছা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সমিতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
সমিতির সভাপতি মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পংকজ কান্তি গোপের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সমিতির বিভিন্ন পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় সমিতির গঠনতন্ত্রে উপদেষ্টা পরিষদ গঠন, বাৎসরিক বনভোজন, সদস্যদের চাঁদা থেকে দুর্ঘটনাগ্রস্ত ও অসুস্থ শিক্ষক-কর্মচারীদের সহায়তা প্রদান এবং মরহুম সহকারী শিক্ষক মোরশেদুল হক খানের আত্মার শান্তি কামনা করা হয়।
সভায় উপস্থিত সকলেই সমিতির কার্যকলাপের প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেছেন। তারা আশা প্রকাশ করেছেন যে, এই সভায় গৃহীত সিদ্ধান্তগুলি শিক্ষক-কর্মচারীদের কল্যাণে কাজে লাগবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।