সেবা ডেস্ক: আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কোরআনচর্চা, নফল ইবাদত, আল্লাহর স্মরণ, পাপ থেকে বিরত থাকা এবং তাওবা গুরুত্বপূর্ণ আমল।
![]() |
আল্লাহর সন্তুষ্টি লাভের গুরুত্বপূর্ণ আমল ও পরামর্শ |
মানুষের জীবনের সর্বোচ্চ লক্ষ্য হওয়া উচিত আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন। আল্লাহ তাআলা যার প্রতি সন্তুষ্ট হবেন, তার জীবনে সব কিছু সহজ হয়ে যাবে। কোরআন ও হাদিসে আল্লাহর সন্তুষ্টি লাভে গুরুত্বপূর্ণ কিছু আমলের কথা উল্লেখ করা হয়েছে। এখানে এমন কিছু গুরুত্বপূর্ণ আমল তুলে ধরা হলো—
১. কোরআনচর্চায় মনোযোগী হওয়া:
পবিত্র কোরআন মহান আল্লাহর কালাম। এটি মানুষকে আলোকিত করে এবং আল্লাহর নৈকট্য অর্জনে সাহায্য করে। আল্লাহ বলেন, ‘এটি একটি বরকতময় কিতাব, যা আমি আপনার প্রতি বরকত হিসেবে অবতীর্ণ করেছি, যাতে মানুষ এর আয়াতসমূহ লক্ষ্য করে এবং বুদ্ধিমানগণ যেন তা অনুধাবন করে।’ (সুরা : সদ, আয়াত : ২৯)
২. আল্লাহর মুখাপেক্ষী হওয়া:
আল্লাহ তাআলা অভাবমুক্ত এবং সবাই তাঁর মুখাপেক্ষী। এই বিশ্বাস অন্তরে ধারণ করলে আল্লাহর সন্তুষ্টি অর্জন সহজ হয়। কোরআনে বলা হয়েছে, ‘হে মানুষ, তোমরা আল্লাহর কাছে মুখাপেক্ষী। আর আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত।’ (সুরা : ফাতির, আয়াত : ১৫)
৩. নফল ইবাদতের প্রতি যত্নবান হওয়া:
নফল ইবাদত ফরজের মতো বাধ্যতামূলক নয়, তবে আল্লাহর নৈকট্য লাভের একটি বিশেষ মাধ্যম। রাসুল (সা.) এক হাদিসে কুদসিতে বলেছেন, ‘বান্দা সর্বদা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে। এক পর্যায়ে আমি তাকে প্রিয় বানিয়ে নিই, এমনকি আমি তার কান হয়ে যাই, যা দিয়ে সে শোনে। আমিই তার হাত হয়ে যাই, যা দিয়ে সে ধরে।’ (বুখারি, হাদিস : ৬৫০২)
৪. সর্বদা আল্লাহর স্মরণ করা:
চলতে-ফিরতে, কাজের মধ্যে এবং অন্তরে সব সময় আল্লাহকে স্মরণ করুন। রাসুলুল্লাহ (সা.) বলেন, ‘আমার বান্দা যদি আমাকে অন্তরে স্মরণ করে, আমি তাকে আমার অন্তরে স্মরণ করি। যদি সে মজলিসে স্মরণ করে, আমি উত্তম মজলিসে তাকে স্মরণ করি।’ (বুখারি, হাদিস : ৭৪০৫)
৫. পাপ থেকে বেঁচে থাকা:
আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পাপ কাজ এড়িয়ে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসুল (সা.) বলেছেন, ‘ছোট ছোট গুনাহ থেকেও নিজেকে রক্ষা করো। কেননা এগুলো লেখার জন্য ফেরেশতা নিযুক্ত আছেন।’ (মিশকাত, হাদিস : ৫৩৫৬)
৬. মানুষের কল্যাণে কাজ করা:
মানুষের প্রতি সদাচরণ এবং তাদের প্রয়োজন পূরণে এগিয়ে আসাও আল্লাহর সন্তুষ্টি লাভের অন্যতম মাধ্যম। হাদিসে বলা হয়েছে, ‘তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম, যে মানুষের জন্য উপকারী।’
৭. তাওবা ও ইস্তিগফার করা:
পাপ থেকে মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য তাওবা অপরিহার্য। কোরআনে বলা হয়েছে, ‘তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি ক্ষমাশীল।’ (সুরা : নূহ, আয়াত : ১০)
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।