জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে প্রথম বারের মতো হিফজুল কোরআন প্রতিযোগিতা ২৩ জানুয়ারি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
মেলান্দহে হিফজুল কোরআন প্রতিযোগিতা |
ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজন করেছে। তিনটি গ্রæপে মোট ৬৭ জন প্রতিযোগি অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় ক গ্রæপের বিজয়ীরা হলো- নাংলা জামিয়া ফারুকিয়া মাদ্রাসার ছাত্র ইলিয়াস, দিঘলবাড়ি এমদাদিয়া মাদ্রাসার ছাত্র শাহজাহান,ু জামিয়া হুছাইনিয়া মাদ্রসার ছাত্র সাদ হাসান। খ গ্রæপের বিজয়ীরা হলো-বাসুদেবপুর মজিদিয়া দারুল উলুম মাদ্রসার ছাত্র আবু সাইদ, নাংলা জামিয়া ফারুকিয়া মাদ্রাসার ছাত্র উসমান, জামিয়া হুছাইনিয়া আরাবিয়ার ছাত্র ই¯্রাফিল এবং গ গ্রæপের বিজয়ীরা হলো জামিয়া হুছাইনিয়া আরাবিয়ার ছাত্র কফিল উদ্দিন, তাহসিন ও তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার ছাত্র মাহদি হাসান।
জামালপুর ইসলামিক ফাউন্ডেশনের ডিডি মোহাম্মদ আলী জিন্নাহ উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
মেলান্দহ সদর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. মুজিবুর রহামন, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাজহারুল ইসলাম, বকশীগঞ্জ বায়তুসসুন্নাহ মাদ্রাসার শিক্ষক মুফতি জাকির হোসাইন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি-ইত্তেফাক সংবাদদাতা শাহ জামাল প্রমুখ ব্যক্তিবর্গ এতে বক্তব্য রাখেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।