সেবা ডেস্ক: দেড় বছর পর কিয়ারা আদভানি ফিরলেন ‘গেম চেঞ্জার’ দিয়ে। তবে মুক্তির পরপরই সিনেমাটি অনলাইনে ফাঁস।
ফিরেই বড় ধাক্কা খেলেন কিয়ারা আদভানি |
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানি প্রায় দেড় বছর বিরতির পর বড় পর্দায় ফিরেছেন। যদিও এই প্রত্যাবর্তন তাঁর জন্য সুখকর হলো না। দক্ষিণি সুপারস্টার রাম চরণের বিপরীতে অভিনীত ‘গেম চেঞ্জার’ সিনেমাটি আজ মুক্তি পেয়েছে, তবে মুক্তির পরপরই পাইরেসির কবলে পড়েছে।
মুক্তির পরই ফাঁস ‘গেম চেঞ্জার’
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ‘গেম চেঞ্জার’ অনলাইনে ফাঁস হয়ে গেছে। একাধিক অবৈধ প্ল্যাটফর্মে এই সিনেমার পাইরেটেড কপি দেখা যাচ্ছে। এটি ছবিটির জন্য একটি বড় ধাক্কা। প্রায় ৪০০ কোটি রুপি বাজেটে নির্মিত এই ছবির জন্য রাম চরণ পেয়েছেন ৬৫ কোটি রুপি।
এর আগে তেলেগু সিনেমা ‘বিনয়া বিদ্যা রামা’তে কিয়ারা ও রাম চরণ জুটি বেঁধেছিলেন। ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত সেই সিনেমাটিও ভালো সাড়া পেয়েছিল। তবে ‘গেম চেঞ্জার’ ছবিতে কিয়ারা ফিরেও যে ধাক্কা খেলেন, তা স্বাভাবিকভাবেই একটি হতাশাজনক ঘটনা।
তেলেগু সিনেমায় কিয়ারার প্রত্যাবর্তন
হিন্দি সিনেমার পাশাপাশি তেলেগু সিনেমায় কিয়ারার জনপ্রিয়তা রয়েছে। শুরুতে এই সিনেমায় রাশমিকা মান্দানার অভিনয়ের কথা ছিল। পরে তাঁর পরিবর্তে কিয়ারাকে চূড়ান্ত করা হয়।
পাইরেসির ঘটনা বলিউড ও দক্ষিণি সিনেমায় নতুন নয়। তবে দর্শকরা সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখবেন, এটাই প্রত্যাশা করছেন নির্মাতারা। এর আগে ‘পুষ্পা ২’ মুক্তির আগেই ফাঁস হলেও বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। এখন দেখার বিষয়, ‘গেম চেঞ্জার’ কতটা সফল হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।