সেবা ডেস্ক: জামালপুরের বকশীগঞ্জে প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত ও ”জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” স্লোগান নিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুইদিন ব্যাপী ৪৬তম বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।
![]() |
বকশীগঞ্জে দুইদিন ব্যাপী ৪৬তম বিজ্ঞান মেলার উদ্বোধন |
সোমবার (২৭ জানুয়ারি) রাতে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মধ্যে প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মাঠে অনুষ্ঠিত ব্যাডমিন্টন টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মোহাম্মদ আজিজুল হক।
খেলায় বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে মেডিকেল অফিসার ডা.মো. মাইনুল ইসলাম , ডা. এম কে এইচ মুনিম, মো.সেলিম হোসেন, মো.রাকিবুল ইসলাম, হৃদয় কুমার পাল অপর দিকে শ্রীবরদীর পক্ষ থেকে ডা. এস এম রাসেল হাসান, সোহেল সহ অন্যান্যরা অংশগ্রহণ করেন।
উক্ত খেলায় স্পন্সর করেন অপসোনিন ফার্মা। খেলার উদ্বোধনকালে প্রধান অতিথি ডা. মোহাম্মদ আজিজুল হক বলেন আমরা ডাক্তার রা খুবই ব্যস্ত জীবন কাটাই। খেলাধুলার মাধ্যমে আমাদের শরীর ও মন দুটোই ভালো থাকে। একটি সুন্দর টুর্নামেন্টে সহযোগিতা করার জন্য অপসোনিন ফার্মাকে ধন্যবাদ জানান তিনি। খেলা শেষে দ্বৈত দলকে পুরস্কার বিতরণ করা হয়।
বকশীগঞ্জে দুইদিন ব্যাপী ৪৬তম বিজ্ঞান মেলার উদ্বোধন
জামালপুরের বকশীগঞ্জে ”জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” স্লোগান নিয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুইদিন ব্যাপী ৪৬তম বিজ্ঞান মেলা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা বিএনপির আহবায়ক মানিক সওদাগর, উপজেলা জামায়াতের আমীর মওলানা শফিকুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা নওশদে আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন, উপজেলা প্রকৌশলী মো. শামছুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবীবুর রহমান সুমন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধন শেষে মেলার ১৩ স্টল পরিদর্শন করেন কর্মকর্তা ও সুধীবৃন্দ। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের সৃষ্টিশীল আবিস্কার প্রদর্শন করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।