লিয়াকত হোসাইন লায়ন: জামালপুরের ইসলামপুর প্রত্যন্ত অঞ্চলের মানুষের মাঝে মরহুম ডাক্তার রিয়াজুল নূর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ প্রদান করা হয়েছে।
ইসলামপুরে মরহুম ডাক্তার রিয়াজুল নূর ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা |
উপজেলার কুলকান্দি শামসুন্নাহার উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার ১৮ডিসেম্বর উপজেলার কুলকান্দী ইউনিয়নের প্রায় দেড় হাজার রোগীদেরকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএএম আবু তাহেরের সভাপতিত্বে চিকিৎসা সেবা ক্যাম্প উদ্বোধন করেন,কুলকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ নুর ইসলাম।
এসময় দন্ত চিকিৎসক সাইফ হোসেন,ও নিখিল,শরিফুল ইসলাম ফরহাদ, অনিক ইসলাম, শরিফ খাঁন, কুল কান্দি শামসুন্নাহর উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক শাহাবুদ্দিন মীরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।