উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: উল্লাপাড়া উপজেলার দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধির পিতা উল্লাপাড়া গ্রামের বাসিন্দা সাবেক উপজেলা পোস্ট মাস্টার মোঃ হাবিবুর রহমান (৭৭) ইন্তেকাল করিয়াছেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড় ৮ টায় তার নিজস্ব বাসভবনে বার্ধক্যজনিত কারনে তিনি মৃত্যু বরন করেন।
কর্মজীবনে অনেক জেলায় তিনি উপজেলা পোস্ট মাস্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০০৪ সালে চাকুরি থেকে অবসর গ্রহন করেন। তার পর থেকেই তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
শুক্রবার সকাল সাড়ে ১০ টায় উল্লাপাড়া ঈদগাঁ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে উল্লাপাড়া কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে মারা যান।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।