কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাসের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের অধ্যক্ষ প্রভাত চন্দ্র’র অবসর জনিত বিদায়ী সংবর্ধনা |
গত মঙ্গলবার বিকেলে কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ শিক্ষক পরিষদের আয়োজনে হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ রেজাউল করিম।
বিদায়ী মানপত্র পাঠ করেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সম্পাদক জাহাঙ্গীর আলম। বিদায়ী অধ্যক্ষের কর্মময় জীবনের উপর বক্তব্য রাখেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের সাবেক অধ্যক্ষ ও সরকারি আজিজুল হক কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর আব্দুল কাদের, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বেলাল হোসেন, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক, সরকারি আকবর আলী কলেজের অধ্যক্ষ প্রফেসর আলী আশরাফ, সরকারি রাশিদুজোহা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ খাদেমুল ইসলাম, সরকারি বেগম নুরন্নাহার তর্কবাগিস কলেজের অধ্যক্ষ রেজাউল করিম, সরকারি আজিজুল হক কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মফিজুর রহমান, সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর রেজাউন নবী।
প্রভাষক নিশাদ সীমা ও প্রভাষক আলা উদ্দিন আকন্দের পরিচালনায় অন্যদের মধ্যে স্মৃতি চারণ করে বক্তব্য রাখেন কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের সহযোগী অধ্যাপক আবুল বাশার, সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুর রহিম, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, প্রভাষক জিন্নাতুন নেছা জুই, চালিতাডাঙ্গা মোহাম্মদ নাসিম মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব মোহাম্মদ ফজলুল হক, আমিনা মনসুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ ফরিদুল ইসলাম, চালিতাডাঙ্গা আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু প্রমুখ। এর আগে বিএনসিসি ও রোভার স্কাউটস কর্তৃক বিদায়ী প্রফেসর প্রভাত চন্দ্র বিশ্বাসকে গার্ড অফ অনার প্রদান করা হয়।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।