রৌমারীতে প্রতিমন্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

Seba Hot News : সেবা হট নিউজ
0

শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে সাবেক প্রাথমিক ও গণশিক্ষ প্রতিমন্ত্রী জাকির হোসেনসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। 

রৌমারীতে প্রতিমন্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা


গত ২১ অক্টোবর চরশৌলমারী ইউনিয়নের মশালের চর গ্রামের আব্দুস সালাম এর পুত্র জুলহাজ আলী বাদী হয়ে কুড়িগ্রাম বিজ্ঞ আমলী আদালতে এ পিটিশন দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে ৭ কার্যদিবসের মধ্যে এজাহার হিসেবে গণ্য করার জন্য ওসি রৌমারীকে নির্দেশ দেন। আদালতের আদেশ অনুয়ায়ী পহেলা ডিসেম্বর এ মামলাটি রুজু করা হয়। অন্যান্য আসামীরা হলেন ময়েজ আলী, রেজুন মিয়া, শহিদুর রহমান ও লুৎফর রহমান।

মামলার বিবরণে জানা যায়, দীর্ঘদিন ধরে জুলহাজ তার বাড়ির পাশে ওয়ার্কশপ কারখানা তৈরি করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। গত ২১ অক্টোবর সকাল আনুমানিক ১০ টার দিকে প্রতিমন্ত্রী জাকির হোসেনের নিদের্শে অন্যান্য আসামীরা বাড়ির পাশে খাস জমিতে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করতে থাকে। এতে প্রায় ৭০/৮০ ফুট গভীরতার সৃষ্টি হয়। ফলে বাড়ির সীমানা রক্ষায় ১৮ লাখ টাকা ব্যয় সাপেক্ষে একটি গাইড ওয়ালসহ ২১ লাখ টাকা ক্ষতি সাধন হয়। বালু উত্তোলন বন্ধ ও বাড়ির সীমানা রক্ষার্থে আমি প্রতিমন্ত্রীর নিকট বলতে গেলে তিনি আমার নিকট ১০ লক্ষ টাকা চাঁদাদাবী করেন। নিরুপায় হয়ে আমি ৩ লাখ টাকা প্রদান করি। এসময় বিষয়টি থানার ওসিকে জানালে তারা ভয়ে মামলা রেকর্ড করতে গড়িমসি করেন। ৫ আগস্টে সরকার পতনের পর ন্যায় বিচারের স্বার্থে এ মামলা দায়ের করা হয়। 

রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামী গ্রেফতারের চেষ্টা চলছে।





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top