আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরে যত্রতত্র অবৈধ বিলবোর্ড, ফেস্টুন ও স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
জামালপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান |
মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী জামালপুর শহরে পৌরসভার উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
সকালে শহরের ফৌজদারী মোড় থেকে জামালপুর পৌর কর্তৃপক্ষ এই অভিযান শুরু করে। শহরের বকুলতলা, সকাল বাজার, তমালতলা, দয়াময়ী মোড়, গেইটপাড়সহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে স্থাপিত অবৈধ বিলবোর্ড, ফেস্টুন ও স্থাপনা অপসারণ করা হয়। জামালপুর পৌরসভার সচিব হাফিজুর রহমান জানান, অবৈধ বিলবোর্ড, ফেস্টুন ও স্থাপনা উচ্ছেদের জন্য নিয়মিতভাবেই এই অভিযান পরিচালনা করা হয়। পৌরবাসী যাতে নির্বিঘেœ চলাফেরা করতে পারে ও শহরের সৌন্দর্য্য রক্ষায় এই কার্যক্রম চলছে। আজ এই কার্যক্রম শুরু হলেও ধারবাহিকভাবে অভিযান অব্যাহত থাকবে। এ সময় পৌরসভার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।