জামালপুর সংবাদদাতা: জামালপুরে দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির বার্ষিক স্বেচ্ছাসেবক সমাবেশ অনুষ্ঠিত ১৮ জানুয়ারি দুপুরে নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
জামালপুরে দোস্ত এইড সোসাইটির স্বেচ্ছাসেবক সমাবেশ |
প্রধান অতিথির বক্তব্য রাখেন- জামালপুর পল্লী উন্নয়ন একাডেমির মহাপরিচালক (যুগ্ম সচিব) মোহাম্মদ আনোয়ার হোসেন।
জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ- পরিচালক রোকন উল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান আলোচক ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী।
বিশেষ অতিথি হিসাবে জামালপুর সদর থানা অফিসার ইনচার্জ আবু ফয়সাল মো:আতিক, জামালপুর সদর উপজেলা সমাজ সেবা অফিসার শাহাদাৎ হোসেন, বাংলাদেশ টেলিভিশনের সিনিয়র রিপোর্টার রোজিনা রোজি, সময় টিভি অনলাইন ইনচার্জ সাইদুল মাহমুদ ও দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির কহিনুর আলম চৌধুরীসহ ৩৪টি জেলার স্বেচ্ছাসেবী, সুশীল সমাজের নেতৃবৃন্দ।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।