উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের মূল্য সংযোজন ধারার উন্নয়নে অংশীজনদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
উল্লাপাড়ায় দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের মূল্য সংযোজন ধারার উন্নয়নে সংলাপ |
শুক্রবার বিকেলে উপজেলার লাহিড়ী মোহনপুর কে,এম ইনস্টিটিউশন হাইস্কুল মাঠে অ্যাক্সেস প্রকল্পের অধীনে সংগঠিত সাতটি ডেইরি সমবায় ও একটি মৌচাষী সমবায় সমিতির প্রায় পাঁচ শতাধিক খামারীর সঙ্গে সচিব পর্যায়ের কর্মকর্তাদের অংশীজন সংলাপ অনুষ্ঠিত হয়। সারা বাংলা কৃষক সোসাইটি (এসবিকেএস) ও জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) এর যৌথ আয়োজনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো: শাহরিয়ার কাদের ছিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফএও বাংলাদেশের প্রতিনিধি জিয়াওকুনশি।
এছাড়া আদর্শ প্রানিসেবা ও প্রানিসম্পদের ডিজিটালাইজেশনের প্রধান নির্বাহী ফিদা হক, উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত, মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রাকিবুল হাসান, লাহিড়ী মোহনপুর ইউনিয়নের প্রশাসক মোঃ ছানোয়ার হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাজেদা আক্তার, ইউপি সদস্য গোপাল চন্দ্র ও দুগ্ধজাত পণ্যের উৎপাদনকারী গোপাল চন্দ্র ঘোষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দুগ্ধ ও দুগ্ধজাত পণ্যের মূল্য সংযোজনে ধারার উন্নয়নে অংশীজন সংলাপ অনুষ্ঠানে অ্যাক্সেস প্রকল্পের অধীনে সংগঠিত সাতটি ডেয়রি সমবায় ও একটি মৌচাষী সমবায় সমিতির প্রায় পাঁচ শতাধিক খামারী অংশ নেয়। সংলাপে খামারীরা তাঁদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। তারা বলেন, খামারীদের মধ্যে সহজ শর্তে ঋন প্রদান, গো-খাদ্যের অতিরিক্ত মূল্য কমানো, দুধ ও মধু সঠিক প্রক্রিয়ার সহজ সমাধানে বাজারজাত করণ, প্রশিক্ষণ ও ডিজিটাইজেশনের অভাব দুরকরণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিতকরণের কথা তুলে ধরেন তৃণমূলের খামারিরা।
পরিশেষে অতিথিবর্গ খামারীদের দুগ্ধজাত পণ্য উৎপাদন কারখানা, মধু প্ল্যান্টেশন পরিদর্শন করেন। অতিথিরা খামারীদের আশ্বাস দিয়ে বলেন, তাদের সব ধরনের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহন করবেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।