সেবা ডেস্ক: ৭৫ দেশের ২২০ চলচ্চিত্র নিয়ে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। থাকছে মাস্টারক্লাস, বিশেষ প্রদর্শনী এবং কান্ট্রি ফোকাস: চীন।
২২০ চলচ্চিত্র নিয়ে শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।। ছবি: প্রথম আলো |
৭৫ দেশের ২২০টি চলচ্চিত্র নিয়ে আগামী শনিবার শুরু হচ্ছে ২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে এবারের আয়োজন করছে রেইনবো চলচ্চিত্র সংসদ।
আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, উৎসবের উদ্বোধনী অনুষ্ঠান হবে শনিবার বিকেল চারটায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।
উৎসবটি চলবে ১৩ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত। এই সাত দিনে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তন, কবি সুফিয়া কামাল মিলনায়তন, শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা, এবং আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনসহ বেশ কয়েকটি ভেন্যুতে চলচ্চিত্র প্রদর্শিত হবে।
উৎসবে এশিয়ান প্রতিযোগিতা, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানোরামা, ওয়াইড অ্যাঙ্গেল, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম, শর্ট অ্যান্ড ইনডিপেনডেন্ট ফিল্ম, এবং উইমেনস ফিল্ম সেকশনে দেশি ও বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড জলের গান। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হবে চিউ ঝ্যাং পরিচালিত চীনা ছবি ‘মুন ম্যান’। এ বছর উৎসবের কান্ট্রি ফোকাস হিসেবে রয়েছে চীন।
উৎসবের গুরুত্বপূর্ণ আয়োজন
১. উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স:
১২ ও ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে ‘একাদশ আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস কনফারেন্স’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটির উপাচার্য পারভীন হাসান।
২. মাস্টারক্লাস:
১৭-১৮ জানুয়ারি তৃতীয়বারের মতো মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে। চীনের চলচ্চিত্র পরিচালক ঝ্যাং ইয়ুদি, সার্বিয়ার অধ্যাপক ড্রেগেন মিলিনকোভিচ, নরওয়ের প্রযোজক অগি হোফার্ট এবং বাংলাদেশের চিত্রগ্রাহক রাশেদ জামান অংশ নেবেন। আগ্রহী ব্যক্তিরা নিবন্ধনের মাধ্যমে এই ক্লাসে অংশ নিতে পারবেন।
৩. বিশেষ প্রদর্শনী:
২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে উৎসবে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
উৎসবের সমাপ্তি হবে ১৯ জানুয়ারি। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত নির্মাতা এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।