ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: গাজায় ইসরায়েলি হামলায় ৪৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত। ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারের বেশি নিখোঁজ। জাতিসংঘের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষিত।

ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে
ইসরায়েলি হামলায় গাজায় নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে।। ছবি: ডেইলি বাংলাদেশ


ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণহানির সংখ্যা ৪৫ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। বর্বর এ হত্যাযজ্ঞ থামার কোনো লক্ষণ নেই। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৯ জন ফিলিস্তিনি নিহত এবং ২৭৩ জন আহত হয়েছেন।

শনিবার (৪ জানুয়ারি) বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে জানানো হয়, অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া এ আক্রমণে এখন পর্যন্ত নিহত হয়েছেন মোট ৪৫ হাজার ৭১৭ জন। আহত হয়েছেন ১ লাখ ৮ হাজার ৮৫৬ জন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনো ১০ হাজারের বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।

ধ্বংসস্তূপে আটকা পড়া মানুষদের উদ্ধারকাজে জটিলতা:

ইসরায়েলি বাহিনীর টানা হামলায় গাজার অনেক এলাকা কার্যত ধ্বংস হয়ে গেছে। রাস্তা ও যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। ফলে উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকা পড়া মানুষদের কাছে পৌঁছাতে পারছেন না। অনেকেই ধ্বংসস্তূপে আটকে থেকে জীবন হারাচ্ছেন।

জাতিসংঘের যুদ্ধবিরতির অনুরোধ উপেক্ষিত:

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকে বারবার যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও ইসরায়েল তাদের আগ্রাসন চালিয়ে যাচ্ছে। ফিলিস্তিনের জনগণের ওপর এই “মানবিক বিপর্যয়” বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে।

গাজায় মানবিক সহায়তার অভাব:

গাজার জনগণ ভয়াবহ খাদ্য ও চিকিৎসা সংকটে ভুগছে। ইসরায়েলি অবরোধের কারণে মানবিক সহায়তা পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ সত্ত্বেও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হচ্ছে না।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top