সেবা ডেস্ক: অভিযানের সময় সাদাপোশাক নিষিদ্ধ এবং পরিচয়পত্র বাধ্যতামূলক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ডিবি কার্যক্রমে স্বচ্ছতা আনতে নেওয়া হয়েছে নতুন নির্দেশনা।
সাদাপোশাকে ডিবি অভিযান নিষিদ্ধ, পোশাক ও পরিচয়পত্র বাধ্যতামূলক |
সাদাপোশাকে ডিবি কাউকে গ্রেপ্তার করতে পারবে না, অভিযানের সময় নির্ধারিত পোশাক পরা এবং পরিচয়পত্র প্রদর্শন বাধ্যতামূলক বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
তিনি বলেছেন, "আইনের বাইরে কোনো কাজ করার সুযোগ নেই। এমনকি আমিও যদি কোনো বেআইনি নির্দেশ দিই, সেটি মানার প্রয়োজন নেই।"
সোমবার দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয় পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কীভাবে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে।
"অভিযানের সময় কোনো অফিসার সাদাপোশাকে গ্রেপ্তার করতে পারবেন না। নির্ধারিত পোশাক এবং পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক।" তিনি আরও বলেন, ডিবির কার্যক্রমে স্বচ্ছতা আনার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।
ডিবি কার্যালয়ে থাকা বিতর্কিত ‘আয়নাঘর’ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আয়নাঘর বলতে আর কিছু থাকবে না। এখন শুধু চাই, ডিবির সামনের পুকুরটা যেন আয়নার মতো পরিষ্কার রাখা হয়।"
সম্প্রতি পুলিশের নিয়োগ থেকে বাদ পড়া ৩২১ উপপরিদর্শকের (এসআই) আন্দোলনের বিষয়ে তিনি বলেন, “শৃঙ্খলা ভঙ্গের কারণে যারা বাদ পড়েছে, তাদের ফেরত নেওয়ার কোনো সুযোগ নেই। শৃঙ্খল না থাকায় তারা সঠিক পদ্ধতিতে আবেদন না করে বিশৃঙ্খল পন্থা অবলম্বন করেছে।”
সাম্প্রতিক সময়ে ছিনতাইয়ের সংখ্যা বৃদ্ধি পেয়েছে বলে স্বীকার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে অনেক ছিনতাইকারী ধরা পড়ছে এবং অপরাধ দমন কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে, সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি বলেন, “বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত পুরোটা আমাদের নিয়ন্ত্রণে আছে। তবে মিয়ানমারের আরাকান আর্মি এবং মাদক চক্রের কার্যক্রম নিয়ে আমাদের সতর্ক থাকতে হচ্ছে।”
লিবিয়ায় মুক্তিপণ আদায়ের ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।