জামালপুরে বিএনপির সমাবেশের জন্য গরু চুরি, গ্রেপ্তার-২, বিরানি লুট

Seba Hot News : সেবা হট নিউজ
0

জামালপুর সংবাদদাতা: জামালপুরের মাদারগঞ্জে বিএনপি নেতা মুহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী (৪৮) ও তার স্ত্রী জেলা মহিলা দলের নেত্রী লায়লা খাতুন ইতির (৪০) বিরুদ্ধে এক কৃষকের গরু চুরি করে দলীয় কর্মী-সমর্থকদের জন্য ভুড়িভোজের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

জামালপুরে  বিএনপির সমাবেশের জন্য গরু চুরি, গ্রেপ্তার-২, বিরানি লুট
জামালপুরে  বিএনপির সমাবেশের জন্য গরু চুরি, গ্রেপ্তার-২, বিরানি লুট


গ্রেপ্তারকৃতরা হলো কর্মী সুমন মন্ডল ও কসাই বজলু প্রামাণিক।শনিবার উপজেলার আদারভিটা ইউনিয়নের দক্ষিণ কয়ড়া গ্রামে এই ঘটনা ঘটে।

 এই ঘটনায় বিএনপি নেতা মুহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীসহ ১২ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জানা গেছে, জুনাইল রাইসিয়া বালিকা দাখিল মাদরাসা মাঠে জাতীয়তাবাদী মহিলা দল নারী সমাবেশে আগতদের জন্য আদারভিটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী এবং তার স্ত্রী জেলা মহিলা দলের অর্থ ও গবেষণা বিষয়ক সম্পাদিকা লায়লা খাতুন ইতি ভোড়ি ভোজের আয়োজন করেন । এ জন্য সমাবেশের আগের রাতে অর্থাৎ শুক্রবার রাতেই  জোরখালী ইউনিয়নের খামারমাগুরা গ্রামের কৃষক এফাজ মন্ডলের  গরু চুরি করে জবাই করা হয়। যার বাজার মুল্য প্রায় এক লাখ টাকা হবে।


এক পর্যায়ে  দক্ষিণ কয়ড়া গ্রামে বিএনপি নেতা মাহমুদুল হাসান মুক্তা চৌধুরীর বাড়িতে চুরি হওয়া গরু জবাইয়ের বিষয়টি নিশ্চিত হয়ে মাদারগঞ্জ থানায় অভিযোগ করেন। কৃষক এফাজ মন্ডল  জানান, গভীর রাতে গরু জবাই করার মত কাউকে না পেয়ে সুমন মন্ডল (৪০), বিজ্ঞ চৌধুরী (৪৫), কসাই বজলু প্রামাণিক (৪৫) ও কয়েকজন কর্মীর সহায়তায় বিএনপি নেতা মুহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী নিজেই গরুটি জবাই করেন। পরে ওই গরুর মাংস দিয়ে কর্মী-সমর্থকদের জন্য বিরিয়ানী রান্না করা হয় ও আংশিক মাংস রেখে দেয়া হয়। এরপর প্রতিবেশী ও স্থানীয়দের সহায়তায় গরুর চামড়াসহ একই এলাকার কসাই বজলু প্রামাণিককে স্থানীয়রা আটক করলে হইচই পড়ে যায়। বিষয়টি চারদিকে জানাজানি হবার পর মুহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী ও তার স্ত্রী লায়লা খাতুন ইতি গা ঢাকা দেন। এ ঘটনায় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে কর্মী সুমন মন্ডল ও কসাই বজলু প্রামাণিক নামে দুই জনকে আটক করে থানায় নিয়ে যায়। এ সময় গরুর চামড়া ও ২০ কেজি গরুর মাংস জব্দ করা হয়। আজ শনিবার সকালে সেনাবাহিনীর সদস্যরা ওই বিএনপি নেতার বাড়ি পরিদর্শন করেছে। চোরাই গরু জবাইয়ের খবরে দলীয় কর্মী-সমর্থকরা গা-ঢাকা দিলে উৎসুক জনতা বিরিয়ানী লুটপাট করে নিয়ে যায়।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হাসান আল-মামুন জানান, গরু চুরি ঘটনায় জড়িতদের বিরুদ্ধে  কৃষক এফাজ উদ্দিন বাদী হয়ে ১২ জনের নামে অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছেন। মামলার অন্যান্য আসামীরা হলেন- মুহাম্মদ মাহমুদুল হাসান মুক্তা চৌধুরী (৪৮), মিঠু (৪০), জামিউল (৩৫), আব্দুল হাকিম (৩৫), রতন সরদার (৩৮), সুজন (৪০), বিজ্ঞ চৌদুরী (৪৫), সাজা (৫০), বাদল (৩২), ফতু মিয়া (৪০)।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top