শুল্ক-কর বৃদ্ধিতে ১০০ পণ্যে খরচ বাড়ল, জীবনযাত্রায় চাপ

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: শতাধিক পণ্য ও সেবায় শুল্ক-কর বাড়িয়েছে সরকার। টিস্যু, সিম, রেস্তোরাঁ, ফলমূলসহ দৈনন্দিন খরচ বাড়ছে। জানুন কী কী পরিবর্তন এসেছে।

শুল্ক-কর বৃদ্ধিতে ১০০ পণ্যে খরচ বাড়ল, জীবনযাত্রায় চাপ
শুল্ক-কর বাড়ল শতাধিক পণ্য ও সেবায়, খরচ বাড়বে যেসব ক্ষেত্রে


২০২৪-২৫ অর্থবছরের মাঝপথে এসে সরকার শতাধিক পণ্য ও সেবার ওপর মূল্য সংযোজন কর (মূসক) এবং সম্পূরক শুল্ক বাড়িয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়াবে। বৃহস্পতিবার রাতে দুটি অধ্যাদেশ জারি করে এই পরিবর্তন কার্যকর করা হয়েছে।

অধ্যাদেশ দুটি হলো: মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ ও দ্য এক্সাইজ অ্যান্ড সল্ট (সংশোধন) অধ্যাদেশ ২০২৫।

এই অধ্যাদেশগুলো জারি হওয়ার সঙ্গে সঙ্গে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করেছে। এর ফলে সংশোধিত কর ও শুল্ক কাঠামো অবিলম্বে কার্যকর হয়েছে।

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ সংক্রান্ত শর্ত পূরণ করতে সরকার শতাধিক পণ্য ও সেবায় কর বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।

খরচ বাড়বে যেসব ক্ষেত্রে জানা যায়, এতোদিন মুঠোফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের ওপর ২০ শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপ হতো। এটি বাড়িয়ে এখন ২৩ শতাংশ করা হয়েছে। এর ফলে মুঠোফোনে কথা বলা এবং ইন্টারনেট ব্যবহারের খরচ বাড়বে। ব্র্যান্ডের দোকান ও বিপণিবিতানের তৈরি পোশাকের আউটলেটের বিলের ওপর ভ্যাট সাড়ে ৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এ ছাড়া সব ধরনের রেস্তোরাঁর ওপর ভ্যাট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে। শুল্ক-কর বৃদ্ধির তালিকায় আরো আছে টিস্যু, সিগারেট, বাদাম, আম, কমলালেবু, আঙুর, আপেল ও নাশপাতি, ফলের রস, যেকোনো ধরনের তাজা ফল, রং, ডিটারজেন্ট, রং, মদের বিল, পটেটো ফ্ল্যাকস, চশমার প্লাস্টিক ও মেটাল ফ্রেম, রিডিং গ্লাস, সানগ্লাস, বৈদ্যুতিক ট্রান্সফরমার ও তাতে ব্যবহৃত তেল, বিদ্যুতের খুঁটি, সিআর কয়েল, জিআই তার ইত্যাদি। এ ছাড়া ভ্রমণ করও বাড়ানো হয়েছে।


বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ড. মোস্তাফিজুর রহমান বলেছেন, এমন একটি সময়ে কর বৃদ্ধি করা হয়েছে যখন দেশে উচ্চ মূল্যস্ফীতি বিরাজ করছে। এর ফলে শুধু নিম্ন আয়ের মানুষই নয়, মধ্যবিত্তের ওপরও বাড়তি অর্থনৈতিক চাপ তৈরি হবে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top