সেবা ডেস্ক: ভারতীয় গণমাধ্যম দাবি করছে, বাংলাদেশ সীমান্তে বাঙ্কার নির্মাণ করছে বিজিবি। বিবিসি জানাচ্ছে বিএসএফের নতুন ব্যবস্থাপনার তথ্য।
বাংলাদেশ-ভারত সীমান্তে বাঙ্কার নির্মাণ: কী বলছে গণমাধ্যম? |
শুক্রবার (১০ জানুয়ারি) ভারতের সংবাদমাধ্যম এবিপি নিউজ দাবি করেছে, বাংলাদেশ-ভারত সীমান্তে বাঙ্কার নির্মাণ করছে বিজিবি (বাংলাদেশ বর্ডার গার্ড)। এই প্রতিবেদন প্রকাশের পর থেকে ভারত এবং বাংলাদেশে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা।
এবিপি'র প্রতিবেদন অনুযায়ী অভিযোগ
এবিপি জানায়, ভারতের সুকদেবপুর সীমান্তে এক ব্যক্তি অভিযোগ করেন যে বিজিবির প্রায় ২৫০-৩০০ জন সদস্য সীমান্ত এলাকায় অবস্থান করছে। একই সঙ্গে বাংলাদেশের দিক থেকে প্রায় ২,০০০-৩,০০০ মানুষের ভিড় লক্ষ্য করা যায়। বিজিবি সেখানে নতুন বাঙ্কার স্থাপন করেছে এবং সেগুলো থেকে বন্দুক তাক করা হয়েছে বলে দাবি করা হয়।
বিবিসির প্রতিবেদন
ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ৯ জানুয়ারি একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে ভারতের উত্তর ২৪ পরগণায় বিএসএফ (বর্ডার সিকিউরিটি ফোর্স)-এর নতুন ব্যবস্থা গ্রহণের কথা উল্লেখ করা হয়।
- বিএসএফ জানায়, দক্ষিণ বঙ্গ ফ্রন্টিয়ারের ৯০০ কিলোমিটার সীমান্তের মধ্যে ৪০০ কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া সম্ভব হয়েছে।
- সীমান্তে নতুন বৈদ্যুতিক যন্ত্র এবং নজরদারির জন্য আধুনিক ক্যামেরা স্থাপন করা হচ্ছে।
- তবে বিবিসির প্রতিবেদনে বাঙ্কার স্থাপনের বিষয়ে কোনো উল্লেখ নেই।
সীমান্ত পরিস্থিতি ও পর্যালোচনা
সীমান্ত এলাকায় বাঙ্কার নির্মাণ নিয়ে ভারতীয় গণমাধ্যমের দাবির সত্যতা এখনও নিশ্চিত হয়নি। বাংলাদেশের কোনো সরকারি সংস্থাও এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। তবে, সীমান্ত এলাকায় উত্তেজনার কারণে বিএসএফ এবং বিজিবির মধ্যে আরও সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তা অনুভব করছেন বিশ্লেষকরা।
ভারতীয় সীমান্ত ব্যবস্থাপনার বর্তমান চিত্র
বিএসএফ নতুনভাবে কাঁটাতারের বেড়া, বৈদ্যুতিক নজরদারি যন্ত্র এবং সতর্কতামূলক প্রযুক্তি স্থাপন করেছে। এই ব্যবস্থা সীমান্তে অবৈধ পারাপার এবং চোরাচালান রোধের জন্য বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
বাংলাদেশ সীমান্তে বাঙ্কার স্থাপনের বিষয়ে সংবাদমাধ্যমগুলোর দাবি যদি সত্য হয়, তবে এটি দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের তথ্য যাচাই এবং যথাযথ কূটনৈতিক আলোচনা জরুরি।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।