মাদারগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে দুই সমন্বয়কারীর বিরুদ্ধে মামলা

Seba Hot News : সেবা হট নিউজ
0

আসমাউল আসিফ, জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে মাছ ব্যবসায়ীর উপর হামলা করে মারধর ও ৬ লাখ ২০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে দুই ছাত্র সমন্বয়কারীর বিরুদ্ধে।

মাদারগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে দুই সমন্বয়কারীর বিরুদ্ধে মামলা
জামালপুরের মাদারগঞ্জে হামলায় আহত হয়ে হাসপাতালে ভর্তি মাছ ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌস


গতকাল বৃহস্পতিবারের এই ঘটনায় দুই ছাত্র সমন্বয়কারীসহ চার জনের বিরুদ্ধে আজ শুক্রবার থানায় মামলা দায়ের করেছেন ওই মাছ ব্যবসায়ী।  

মামলা সূত্রে জানা গেছে, মাদারগঞ্জ থানা মোড় এলাকায় মৎস্য আড়তে মাছের ব্যবসা করেন উপজেলার বালিজুড়ী এলাকার মো: ইউসুফ আলীর ছেলে জান্নাতুল ফেরদৌস (২৯)। প্রতিদিনের মত গতকাল বৃহস্পতিবার মাছের আড়ৎ এর হিসাব নিকাশ শেষ করে নগদ টাকা নিয়ে দুপুরের পর বাড়ীর উদ্দেশ্যে তিনি রওনা দেন। পথে এক ফাকা জায়গায় পৌছালে আগে থেকে উৎ পেতে থাকা উপজেলার বাকুরচর গ্রামের মো: হাইদর আলীর ছেলে আনন্দ (২৭), নজরুল ইসলামের ছেলে বিজয় (২৬), মো: ভান্ডারীর ছেলে মনির (২২) ও একই এলাকার রুমন মিয়া (২৫) সহ আরও ৭ থেকে ৮ জন দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌসকে গুরুত্বর আহত করে। এ সময় তার শপিং ব্যাগে থাকা ৪ লাখ ২০ হাজার ও প্যান্টের পকেটে রাখা ২ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা আহত ব্যবসায়ীকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এই ঘটনায় আজ শুক্রবার দুপুরে ওই চার জনের নামে ও অজ্ঞাত আরও ৭ থেকে ৮ জন হামলাকারীর বিরুদ্ধে মাদারগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন মাছ ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌস। ব্যবসায়ী জান্নাতুল ফেরদৌস অভিযোগ করে জানান, বিজয় ও রুমন ছাত্র সমন্বয়কারী পরিচয় দিয়ে বিভিন্ন জায়গা থেকে চাঁদাবাজি করে। তাদের নেতৃত্বেই আমার উপর হামলা করে টাকা ছিনতাই করা হয়।  

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সদস্য সচিব আবিদ সৌরভ জানান, বিজয় ও রুমন বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং তাদের অনেক অবদান রয়েছে। প্রতিপক্ষরা ফাঁসানোর জন্য উদ্দেশ্যপ্রনোদিত হয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। আমরা এর তীব্র নিন্দা প্রকাশ করছি।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, এই ঘটনায় জান্নাতুল ফেরদৌস বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। শুনেছি দুইজন আসামী ছাত্র সমন্বয়কারী, তবে তারা সমন্বয়কারী কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।  




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top