কুড়িগ্রামে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপন

Seba Hot News : সেবা হট নিউজ
0

জি এম ক্যাপ্টেন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে ৫০ একর জমিতে বোরো ধানের চারা রোপন করা হয়েছে।

কুড়িগ্রামে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপন
কুড়িগ্রামে রাইস ট্রান্সপ্লান্টারের মাধ্যমে বোরো ধানের চারা রোপন


মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের পশ্চিম কল্যাণ গ্রামের মাঠ চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা।

সদর উপজেলা নির্বাহী অফিসার সাঈদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলা কৃষি অফিসার নাহিদা আফরীন প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক নুসরাস সুলতানা জানান, উন্নত কৃষি ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলতে গেলে কৃষির আধূনিকরণ যান্ত্রিক ব্যবস্থাকে আমাদের সম্প্রসারণ করতে হবে। ট্রান্সপ্লান্টার এমন একটি পদ্ধতি এতে কম শ্রমিকের মাধ্যমে অল্প সময়ে অধিক জমিতে একসাথে বীজ বপন, চারা উত্তোলন ও ধান কর্তন করা যাবে। এসব যন্ত্রাংস ব্যবহারে সরকার অর্ধেক মূল্যের ভর্তূকীর ব্যবস্থা করায় সমলয় পদ্ধতিতে একসাথে সবাই কৃষির কাজে উপকৃত হবেন। এতে কৃষিতে একটি ব্যাপক ইতিবাচক পরিবর্তন ঘটবে। যার সুফল পাবেন আমাদের কৃষকসহ সাধারণ জনগণ।

কৃষি বিভাগ জানান, প্রায় ৩৫ লক্ষ টাকা প্রণোদনার মাধ্যমে এই এলাকার ৬৪জন কৃষক ৫০শতক জমিতে ব্রিধান-৯১ রোপন করছেন। ট্রে পদ্ধতিতে তারা ২৫দিনের মধ্যে চারা উত্তোলন করে রোপন করতে সক্ষম হলেন। আগামি ৬০ দিনের মধ্যে তারা ফসল কর্তন করতে পারবেন বলে আমরা আশা করছি। 




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top