কুড়িগ্রামের প্রত্যান্ত চরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

Seba Hot News : সেবা হট নিউজ
0

জি এম ক্যাপ্টেন,  কুড়িগ্রাম প্রতিনিধি: উষ্ণ ছোয়া জাগুক আশার সম্পর্ক হোক ভালোবাসার" এই প্রতিপাদ্যে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের ৩১০ জন অসহায়, দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিট।

কুড়িগ্রামের প্রত্যান্ত চরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ


রোববার (৫ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের পার্বতীপুরের বিভিন্ন এলাকায় এসব কম্বল বিতরণ করা হয়।


এসময় উপস্থিত ছিলেন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল গফুর, সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিট-এর সভাপতি ইসতিয়াক উদ্দিন মোহাম্মদ তাসকিন, সাধারণ সম্পাদক দীপ্ত নূর কল্লোল, কেন্দ্রীয় প্রতিনিধি আব্দুল্লাহ আল মারুফ, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আসিফ হোসেন চৌধুরী অয়ন, ঢাকা মেডিকেল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী আহসানুল আল হাসিব অয়ন, সদস্য মাহবুব মুর্শেদ বিন জাহিদ সিয়াম।


কম্বল পেয়ে পার্বতীপুর এলাকার বিধবা নারী আমেনা বেওয়া বলেন, "কম্বল খ্যান প্যায়া খুউব উপকার হইল! শীতের মসম কোনা কোনরকমে পার হইবে!"


সন্ধানী ঢাকা মেডিকেল কলেজ ইউনিট-এর সভাপতি ইসতিয়াক উদ্দিন মোহাম্মদ তাসকিন বলেন, "আজ আমরা ৩১০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করলাম। শুধু শীত নয়, যে কোন প্রাকৃতিক দূর্যোগে আমাদের সংগঠন অসহায় মানুষের পাশে দাঁড়ায়।" এছাড়াও আমরা ঢাকাতে বিভিন্ন রকমের রুগীকে রক্তদানসহ নানা সহযোগিতা করে থাকি।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top