বিশ্ব ইজতেমা ২০২৫: ৩১ জানুয়ারি থেকে শুরু

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: বিশ্ব ইজতেমা ২০২৫ সালের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব নিশ্চিত হলেও দ্বিতীয় পর্বের আয়োজন নিয়ে প্রশাসন সিদ্ধান্ত নেবে।

বিশ্ব ইজতেমা ২০২৫: ৩১ জানুয়ারি থেকে শুরু
বিশ্ব ইজতেমা ২০২৫: ৩১ জানুয়ারি থেকে শুরু


বিশ্ব ইজতেমা ২০২৫ সালের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে, বলে নিশ্চিত করেছেন খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। শনিবার (৪ জানুয়ারি) কাকরাইল মারকাজ মসজিদে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ইজতেমার প্রথম পর্ব নিশ্চিত, দ্বিতীয় পর্ব নিয়ে সংশয়:

মাওলানা মামুনুল হক বলেন, “৩১ জানুয়ারিতেই প্রথম পর্বের ইজতেমা শুরু হবে। এ বিষয়ে কার্যক্রম সঠিকভাবে চলছে এবং কোনো সমস্যা নেই।” তবে দ্বিতীয় পর্ব সাদপন্থীরা আয়োজন করতে পারবে কি না, তা নির্ভর করছে প্রশাসনের সিদ্ধান্তের উপর।

এর আগে, ২০১৮ এবং ২০২৪ সালে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে সাদপন্থীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চেয়ে দাবি জানানো হয়। এই বিষয়ে আলোচনা এখনো চলছে এবং শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।


খেলাফত মজলিস জানিয়েছে, ১০ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি এবং ২৫ জানুয়ারি প্রতিনিধিত্বশীল আলেমদের নিয়ে ওলামা সম্মেলন অনুষ্ঠিত হবে।


বিশ্ব ইজতেমা মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ। এখানে দেশ-বিদেশ থেকে লক্ষাধিক মুসল্লি অংশ নেন। ইজতেমার সুষ্ঠু আয়োজন নিশ্চিত করতে প্রশাসন এবং সংশ্লিষ্ট সংগঠনগুলো বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।

মাওলানা মামুনুল হক আরও বলেন, “আমরা চাই ইজতেমা শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হোক। তাই সকলের সহযোগিতা প্রয়োজন।”




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top