বিডিআর বিদ্রোহের বিচার কাজ শুরু হচ্ছে কেরাণীগঞ্জে কাল

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: কেরাণীগঞ্জ কারাগারে অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহ মামলার বিচার কাজ কাল থেকে শুরু। নিরাপত্তা নিশ্চিত করতে বিচার স্থানান্তর করা হয়েছে।

বিডিআর বিদ্রোহের বিচার কাজ শুরু হচ্ছে কেরাণীগঞ্জে কাল
বিডিআর বিদ্রোহের বিচার কাজ শুরু হচ্ছে কেরাণীগঞ্জে কাল


বিডিআর (বাংলাদেশ রাইফেলস) বিদ্রোহ মামলার বিচার কার্যক্রম আগামীকাল (বৃহস্পতিবার) থেকে শুরু হচ্ছে। রাজধানীর কেরাণীগঞ্জ কারাগারের ভেতরে নির্মিত অস্থায়ী আদালতে বিচার কার্যক্রম পরিচালিত হবে। বুধবার (৮ জানুয়ারি) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।


সরকারি আলিয়া মাদ্রাসা ও ঢাকা কেন্দ্রীয় কারাগার সংলগ্ন মাঠে নির্মিত অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহ মামলার বিচার কার্যক্রম পরিচালনা করা হতো। কিন্তু গত জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার আন্দোলনে আদালত ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ায় সেখানে বিচার কার্যক্রম চালানো সম্ভব হয়নি।

মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, আসামিদের কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হচ্ছে। সেইসঙ্গে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে সেখানেই অস্থায়ী আদালত নির্মাণ করা হয়েছে। ফলে আসামিদের আনা-নেওয়ার অসুবিধা এবং নিরাপত্তার ঝুঁকি কমে যাবে।

বিডিআর বিদ্রোহ:

২০০৯ সালের ২৫-২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানা সদর দফতরে বিডিআর বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। বিদ্রোহে জড়িতদের বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠন করা হয়।

এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় মামলা, যেখানে ৮০০ জনের বেশি আসামি রয়েছে। বিচার কার্যক্রমের মাধ্যমে বিদ্রোহের পেছনের কারণ এবং জড়িতদের আইনের আওতায় আনার প্রক্রিয়া শুরু হয়েছে।


বিচার কার্যক্রমে জড়িত সংশ্লিষ্টরা জানিয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়। এটির মাধ্যমে সেনাবাহিনী ও সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ করা সম্ভব হবে।




সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top