সেবা ডেস্ক: ‘অ্যানিমেল’ ছবিকে নারীবিদ্বেষী বলার সমালোচনার জবাব দিলেন তৃপ্তি দিমরি। ছবির সাফল্যের পাশাপাশি অভিনেত্রীর ভবিষ্যৎ প্রকল্পগুলো নিয়েও জানুন বিস্তারিত।
‘অ্যানিমেল’ নারীবিদ্বেষী নয়, জানালেন তৃপ্তি।। ছবি: প্রথম আলো |
‘অ্যানিমেল’ বক্স অফিসে ঝড় তোলা একটি সিনেমা। সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত এই সিনেমা মুক্তির পর যেমন প্রশংসিত হয়েছে, তেমনি সমালোচনার ঝড়েও পড়েছে। অনেকেই ছবিটিকে উগ্র পৌরুষের আস্ফালন ও নারীবিদ্বেষী বলে অভিহিত করেছেন।
তবে তরুণ অভিনেত্রী তৃপ্তি দিমরি, যিনি ছবির মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন, এর সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘অ্যানিমেল’ তাঁর চোখে নারীবিদ্বেষী নয়।
‘অ্যানিমেল’ ও তৃপ্তির সাফল্যের যাত্রা:
২০২৩ সালে মুক্তি পাওয়া এই সিনেমা বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। তরুণ অভিনেত্রী তৃপ্তি দিমরি এই ছবির মাধ্যমে ব্যাপক পরিচিতি পান। তারকা জনপ্রিয়তার দিক থেকে তিনি ইন্টারনেট মুভি ডেটাবেজ (IMDb)-এর জরিপে দীপিকা পাড়ুকোন, শাহরুখ খানদেরও পেছনে ফেলেন এবং ২০২৪ সালের সবচেয়ে জনপ্রিয় তারকা নির্বাচিত হন।
তৃপ্তির চোখে ‘অ্যানিমেল’:
ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে তৃপ্তি বলেন, ‘আমি “অ্যানিমেল” কে নারীবিদ্বেষী মনে করি না। সিনেমাকে এ ধরনের ট্যাগ দেওয়া আমি পছন্দ করি না।’ তিনি আরও জানান, নিজের চরিত্রের সঙ্গে “কানেক্ট” করার পাশাপাশি সন্দীপ রেড্ডি ভাঙ্গার দৃষ্টিভঙ্গির প্রতি তাঁর বিশ্বাস ছিল।
‘পরিচালক আমাকে চরিত্রের দিকনির্দেশনা দিয়েছিলেন, কিন্তু পুরো গল্পটি শেয়ার করেননি,’ উল্লেখ করে তৃপ্তি বলেন, ‘আমার চরিত্রে ছিল দয়া, আবার লক্ষ্যপূরণের দৃঢ়তা। এটি ছিল আমার জন্য চ্যালেঞ্জিং ও আকর্ষণীয়।’
সাফল্যের পথে তৃপ্তি:
‘অ্যানিমেল’–এর পর তৃপ্তি একের পর এক বড় সিনেমায় অভিনয়ের সুযোগ পান। ভিকি কৌশলের সঙ্গে “ব্যাড নিউজ”, রাজকুমার রাওয়ের সঙ্গে “ভিকি বিদ্যা কা ওহওয়ালা”, এবং কার্তিক আরিয়ানের সঙ্গে “ভুল ভুলাইয়া ৩”-তে তাঁর পারফরম্যান্স দর্শকের নজর কেড়েছে।
আগামী দিনে তৃপ্তিকে সিদ্ধান্ত চতুর্বেদীর বিপরীতে “ধড়ক ২”-তে দেখা যাবে। এই মুহূর্তে তিনি বলিউডের সবচেয়ে সম্ভাবনাময় অভিনেত্রীদের একজন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।