আলী জহিরের সান্নিধ্য ও তার লেখালেখির ভূবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ

Seba Hot News : সেবা হট নিউজ
0

শাহ্ মোহাম্মদ মনিরুজ্জামান: আলী জহির (জন্ম ১৮ই সেপ্টেম্বর ১৯৫৬) একজন কবি, প্রাবন্ধিক ও সংস্কৃতিকর্মী। তার প্রকৃত নাম আলী জহির খালিকুজ্জামান। তবে সুধিমহলে তিনি আলী জহির নামে সমধিক পরিচিত। 

আলী জহিরের সান্নিধ্য ও তার লেখালেখির ভূবন  একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ
আলী জহির প্রবন্ধগ্রন্থের প্রচ্ছদ প্রবন্ধগ্রন্থের প্রচ্ছদ কাব্যগ্রন্থের প্রচ্ছদ


ছাত্রজীবন থেকে তিনি প্রগতিশীল চিন্তা-চেতনার অধিকারী। চলমান শতকের শুরু থেকেই তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা। 

তিনি আমার প্রিয় মানুষগুলোর মধ্যে অন্যতম। আমরা যখন ২০০১-২০০২ শিক্ষাবর্ষে সরকারি আশেক মাহমুদ কলেজে এইচএসসি পড়তে এসেছিলাম তখন থেকেই তাকে দেখে এসেছি জামালপুরের শিল্পসাহিত্য অঙ্গনের তিনি এক অনন্য ব্যক্তিত্ব। জামালপুর জেলা শিল্পকলা একাডেমি, বকুলতলাস্থ পাবলিক লাইব্রেরি, পৌর পাবলিক হল, দয়াময়ী মন্দিরস্থ বৈশাখী মেলার মাঠ প্রভৃতি স্থানে সাহিত্য ও সংস্কৃতির নানা আয়োজনে তাকে নেতৃত্বের ভূমিকায় দেখে এসেছি যা আজও অব্যাহত রয়েছে। 

আলী জহিরের প্রবন্ধ অনেক সমৃদ্ধ। এতে শিল্পসাহিত্য, সংস্কৃতি ও রাজনৈতিক অঙ্গনের নানা গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তিনি নিজের সংশ্লিষ্টতা ও অভিজ্ঞতার আলোকে এসবের নির্মোহ বর্ণনা তুলে ধরেছেন। তিনি যা দেখেছেন, যা অর্জন করেছেন তারই প্রতিচ্ছবি তার লেখা প্রবন্ধগ্রন্থে উঠে এসেছে। তার প্রকাশিত প্রবন্ধগ্রন্থের মধ্যে ‘যতদূর মনে পড়ে’ (২০২০), ‘বেহেতের কড়চা এবং আরো কিছু’ (২০২৩) অন্যতম।

আলী জহিরের কবিতায় সরল প্রাণের আবেগের প্রকাশ ঘটেছে। তার সরল প্রাণের সরল কথার গুরুত্ব ও তাৎপর্য ব্যাপক। তার প্রকাশিত কবিতায় মাতৃভূমি, প্রকৃতি ও মানুষের প্রতি ভালোবাসা ফুটে উঠেছে। এ প্রসঙ্গে আমাকে নিবেদিত ‘অবিনাশী শক্তির জোর’ শীর্ষক কবিতাটির শব্দ চয়ন ও ভাষা প্রণিধানযোগ্য : 



অবিনাশী শক্তির জোর 

(সুহৃদ লেখক মনিরুজ্জামানকে নিবেদিত)


আর বছরে দেখেছি দোনে উঠছে পানি 

এখন গলগল করে পাম্পে ছুটছে পানি 

খাল বেয়ে আলের পাশ দিয়ে প্রবাহী জল

ক্ষেতের জলে ডানা ঝাপটায় সড়ক-শালিক


কুঁহ্যাতে ঢাকা বরেন্দ্রের আকাশ 

আঙিনার দু’প্রান্তে পড়ে আছে বাঁশের খুঁটবেড়া

মেওয়া কয়েতবেল পাপলোশ লেবুর পাতায় জমে শিশির 

অবিরত ডেকে যায় কবুতর, ঘুঘু পাখি


গোবরে নিকানো উঠোনে চরে বেড়ায় মুরগি ছানা 

ঘুটের জ্বালানিতে আগুন জ্বলে 

বাদাড়ে ছুটে বেড়ায় বেজি-কাঠবিড়ালী

আকাশে মালকুস্তি খায় খেলাড়ী কবুতর


সংসারে বহে চোরা স্রোত

নদীত জাগে না ঢেউ

মানুষের মন হাহাকারে ডুবে

তবুও পেশিতে জমে অবিনাশী শক্তি জোর



এ কবিতার ভাষা একেবারে সাদামাটা। কবি মনের আবেগ অকপট সহজ-সরলভাবে প্রকাশ পেয়েছে। কবিতাটি আমাকে নিবেদন করায় আমি খুবই আনন্দিত ও গৌরব বোধ করছি।


আলী জহিরের কাব্যগ্রন্থের মধ্যে ‘বড় জাড় হে’ (২০১৮), ‘জল্‌দা সুন্দরীর কবিতা’ (২০২৫) অন্যতম। রাজধানী ঢাকা কেন্দ্রিকতা থেকে কবি আলী জহির দূরে থেকে দেশের শিল্পসাহিত্যকে সমৃদ্ধ করে চলেছেন। আমরা মনে করি, প্রচারবিমুখ এ কবির জাতীয় পর্যায়ে ইতিবাচক মূল্যায়ন হওয়া প্রয়োজন। এই নিবেদিতপ্রাণ কবি, প্রাবন্ধিক ও সংস্কৃতিকর্মী মানুষটির প্রতি আমাদের গভীর শ্রদ্ধা রইল।


লেখক : প্রাবন্ধিক ও গবেষক।





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top