জি এম ক্যাপ্টেন,কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীতকরণের দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রামে প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত |
শনিবার (১৮ জানুয়ারি) সকালে কিশলয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খাইরুন নাহার লিপি।
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কুড়িগ্রাম জেলায় আয়োজনে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির আহবায়ক এহসানুল আলম আনসারী সায়েম, সদস্য সচিব আব্দুল মমিন প্রমুখ।
ঢাকায় ২৪ তারিখের মার্চ ফর ১০ম গ্রেড মহাসমাবেশ উপলক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার ৯টি উপজেলা থেকে শতাধিক শিক্ষক এই মতবিনিময় সভায় অংশগ্রহন করেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।