জামালপুরে বিএনপির ৭ জনকে অব্যাহতি

Seba Hot News : সেবা হট নিউজ
0

জামালপুর প্রতিনিধি : তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার অভিপ্রায়ে জামালপুরে উষ্কানীমূলক, ত্রাস, নৈরাজ্য ও ভীতিকর পরিবেশ সৃষ্টি করার বক্তব্য প্রদান মামলায় রাজশাহী বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহসচিব মোয়াজ্জেম হোসেন আলালসহ ৭ জন নেতাকে অব্যাহতি দিয়ে মামলার কার্যক্রম স্থগিত করেছে আদালত।

জামালপুরে বিএনপির ৭ জনকে অব্যাহতি


বৃহস্পতিবার দুপুরে জামালপুর দ্রæত বিচার ট্রাইব্যুনাল আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট তানজিনা আক্তার এই আদেশ দেন। 

মামলায় আসামী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ বাদী হয়ে রাজশাহী বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ, কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, এমরান সালেহ প্রিন্স, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন, জলবায়ূ বিষয়ক সহ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ও জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল মো: হারুন অর রশিদকে আসামী করে মিথ্যা মামলা দায়ের করেন। দীর্ঘদিন বাদীপক্ষ আদালতে স্বাক্ষী উপস্থাপন করতে না পারায় আদালত মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দিয়ে ও সকল আসামীদের অব্যাহতি প্রদানের আদেশ দেন আদালত। এ সময় আদালতে এই মামলার অন্যতম আসামী কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন উপস্থিত থাকলেও অন্যরা উপস্থিত ছিলেন না। অ্যাডভোকেট শাহ মো: ওয়ারেছ আলী মামুন জানান, রাজনৈতিকভাবে হেয় করার জন্যই এই মামলাটি দায়ের করা হয়েছিলো। 





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top