উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ সি/আর ও রাজনৈতিক মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে।
উল্লাপাড়ায় বিভিন্ন মামলায় সাবেক চেয়ারম্যানসহ ৪ আসামি গ্রেফতার |
সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামিলীগ নেতা গয়হাট্টা কোনাগাঁতী গ্রামের বাসিন্দা মৃত আমির হোসেনের ছেলে আল আমিন সরকার(৪২), গোয়াগাঁতী চরপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে তুষার আহমেদ শিমু (২৬), উল্লাপাড়া পূর্বপাড়া গ্রামের সুতুরাম হালদারের ছেলে গোবিন্দ হালদার (৪২) ও সি/আর মামলার কয়রা হোড়পাড়া গ্রামের মফিজুর রহমানের স্ত্রী শিমু (২৬)।
উল্লাপাড়া মডেল থানার উপ পরিদর্শক মোঃ আব্দুল হালিম জানান, সি/আর ও নিয়মিত মামলার ৪ আসামিকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।