শফিকুল ইসলাম: রৌমারীতে পৃথক সড়ক দূর্ঘটনায় আলহাজ্ব ইন্তাজল হক (৮০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
রৌমারীতে পৃথক দুর্ঘটনায় নিহত-১,আহত-৫ |
অপর দিকে রাইজ উদ্দিন (৩৫) নামের এক যুবককে গুরত্বর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর ৪ জন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীনে রয়েছে। নিহত বৃদ্ধ উপজেলার ব্যাপারীপাড়া গ্রামের পনির উদ্দিনের ছেলে বলে জানা যায়। গুরতর আহত যুবক একই উপজেলার গোয়ালগ্রামের জয়নাল উদ্দিনের ছেলে। বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে জন্তিরকান্দা নামকস্থানে রৌমারী টু ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যেক্ষদর্শিরা জানান, বৃদ্ধ ইন্তাজল হক তার শ্বশুর বাড়ির বাঘারচর শাশ্বরীর মজলিশ (কুলকানি) দাওয়াতে অটো বোরাক দিয়ে যাচ্ছিলেন। এসময় অপর দিক থেকে আসা একটি ট্রাক্টর (কাকড়া) অটোবোরাককে ধাক্কা দিলে গাড়িটি উল্টে যায়। এসময় বৃদ্ধ ইন্তাজল হক ট্রাক্টর এর চাকায় পিষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা অজ্ঞান অবস্থায় উভয়কে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বৃদ্ধ ইন্তাজলকে মৃত ঘোষণা করেন। অপর দিকে আহত রাইজ উদ্দিন মোটরসাইকেল যোগে বাড়িতে ফেরার পথে ইসলামী ব্যাংকের সামনে একটি ট্রাক ধাক্কা দেয়। এসময় সে মোটরসাইকেলসহ পাঁকা রাস্তায় পড়ে তার মাথা থেতলে যায়। পরে তাকে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে শাররিক অবস্থার অবনতি হওয়ায় আহতবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে রেফার্ড করেন। গাড়িতে থাকা নারীসহ অন্যান্য যাত্রীরাও আহত হয়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমান জানান, ঘাতক ট্রাক্টরটি আটকের চেষ্টা চলছে ও অপর দূর্ঘটনায় ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে। নিহত পরিবারের পক্ষ থেকে বাদী না হওয়ায় ও স্থানীয় জনপ্রতিনিধিদের সুপারিশে বৃদ্ধের লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।