শফিকুল ইসলাম: কুড়িগ্রামের রৌমারীতে ১৪ কেজি গাঁজাসহ মুন্নি আকতার (৩০) নামের এক নারীকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
সোমবার দুপুর ২টার দিকে সিএনজি স্টেশনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মোড় সিএনজি স্টেশন থেকে তাকে আটক করা হয়। আটক কৃত নারী ঢাকা জেলার পল্লবী থানার চান্দারটেকের বস্তির শাহজাদা হোসেন এর কন্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে আটক নারী ব্যাগে করে ১৪ কেজি গাঁজা রৌমারী উপজেলার মোড় থেকে সিএনজি যোগে ঢাকার উদ্যেশে রওনা হচ্ছিল। এসময় সিএনজি স্টেশন থেকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিএনজিতে তল্লাসি করে ১৪ কেজি গাঁজাসহ ওই নারীকে আটক করা হয়।
রৌমারী থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমান বলেন, ১৪ কেজি গাঁজাসহ মুন্নী আকতার নামের এক নারীকে আটক করা হয়েছে। আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে কুড়িগ্রাম বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।