উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বুধবার গভীর রাতে ঘন কুয়াশায় তীব্র শীতের মধ্যে বিভিন্ন এলাকায় ঘুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র কন্বল বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সালেহ মোহাম্মদ হাসনাত।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার অমৃত সুত্রধর, মডেল থানার অফিসার ইনচার্জ রাকিবুল হাসান, উপজেলা প্রকৌশলী আবু সায়েদ প্রমুখ।
ইউএনও আবু সালেহ মোহাম্মদ হাসনাত এ সময় বাসটার্মিনাল, রেলস্টেশন ও পৌর শহরের অলিগলির বিভিন্ন রাস্তায় ঘুরে প্রায় চল্লিশ জনের মাঝে এ সমস্ত শীতবস্ত্র কন্বল বিতরণ ও তাদের খোঁজ খবর নেন।
খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।