নেবুলাইজার মেশিনের ধরন ও ব্যবহার

Seba Hot News : সেবা হট নিউজ
0

সেবা ডেস্ক: সাধারণত ছোট শিশুদের জন্য ইনহেলার ব্যবহারে ঝুকি থাকায় নেবুলাইজার মেশিন ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে শিশুদের নিউমোনিয়া মেডিসিন প্রয়োগে নেবুলাইজার মেশিন ব্যপক হারে ব্যবহার করা হয়।

নেবুলাইজার মেশিনের ধরন ও ব্যবহার


শীতকালে ছোট থেকে বড় প্রায় সকল বয়সের মানুষের বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকেন। এর মধ্যে  শ্বাসকষ্টজনিত কিছু রোগ যা দ্রুততার সাথে নিয়ন্ত্রণ করতে বিভিন্ন ধরনের গ্যাসের ব্যবহার করা হয়।  এর জন্য ইনহেলার কিংবা নেবুলাইজার মেশিন ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত ছোট শিশুদের জন্য ইনহেলার ব্যবহারে ঝুকি থাকায় নেবুলাইজার মেশিন ব্যবহার হয়ে থাকে। বিশেষ করে শিশুদের নিউমোনিয়া মেডিসিন প্রয়োগে নেবুলাইজার মেশিন ব্যপক হারে ব্যবহার করা হয়।

নেবুলাইজার মেশিন কি?  

নেবুলাইজার মেশিন হচ্ছে এক ধরনের ওষুধ প্রয়োগকারী মেশিন। নেবুলাইজার মেশিনের প্রধান কাজই হচ্ছে ওষুধের মিশ্রণকে গ্যাসে রূপান্তরিত করে সরাসরি শ্বাস-প্রশ্বাসের মাধ‍্যমে শ্বাসনালিতে পাঠিয়ে দেওয়ার কাজে ব্যবহৃত হয়। এই মেশিনটি মূলত শ্বাসকষ্টজনিত রোগে বেশি ব‍্যবহার করা হয়ে থাকে। 

নেবুলাইজার মেশিন এর প্রকারভেদ  

শিশুদের জন‍্য নেবুলাইজার মেশিন অনেক বেশি উপকারী ডিভাইস। বর্তমানে বাজারে মূলত তিন ধরনের নেবুলাইজার পাওয়া যায় এগুলো হ’ল জেট নেবুলাইজার, আলট্রসোনিক নেবুলাইজার, মেশ নেবুলাইজার। 

জেট নেবুলাইজার

কাজের দিক থেকে এই তিন ধরনের নেবুলাইজার মেশিন একই রকমের কাজ করে। তবে এর স্থানভেদে ভিন্ন ভিন্ন মেশিন ব্যবহার করা হয়। এর মধ্যে জেট নেবুলাইজার মূলত বাসাবাড়িতে বা ফার্মাসিতে ব্যবহার করা হয়। এই ধরনের মেশিন সহজেই ব্যবহার করা যায় বিধায় প্রয়োজন অনুসারে যে কেউ এটির মেডিসিন প্রয়োগ করতে পারে।

আলট্রাসোনিক নেবুলাইজার

অন‍্যদিকে, আলট্রাসোনিক নেবুলাইজার এর কাজ যদিও একই রকমের কিন্তু কাজের ধরন পুরোপুরি ভিন্ন। এই ধরনের মেশিনের সাহায্যে উচ্চ শব্দশক্তি বা আলট্রা সাউন্ডকে ব‍্যবহার করে তরল মেডিসিন শ্বাসনালিতে পাঠানো হয়। এই ধরনের মেশিন সাধারণত মেডিক্যাল কিংবা ডায়াগনষ্টিকস সেন্টারে ব্যবহার হয়। 

মেশ নেবুলাইজার

মেশ নেবুলাইজারও ঠিক এমন এক ধরনের নেবুলাইজার যা তরল ওষুধকে সংকুচিত করে বায়ু বা অক্সিজেন দিয়ে অ‍্যারোসলে রূপান্তরিত করে যা শ্বাসনালিতে পাঠানো হয়। ফলশ্রুতিতে, এটি রোগীর যে কোন শ্বাসকষ্টজনিত সমস‍্যা যেমন অ‍্যাজমা, সিওপিডি, বা যে কোন ধরনের শ্বাসকষ্টের রোগ থেকে তাৎক্ষণিক সমাধান করতে ব্যবহার হয়। বর্তমানে ছোট শিশুদেরকে ঔষধ খাওয়ানোর পরিবর্তে নেবুলাইজারের মাধ‍্যমে শ্বাসনালিতে দেওয়া হয়ে থাকে। 

নেবুলাইজার ব‍্যবহারের নিয়ম: 

  • ব‍্যবহারের আগে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুঁয়ে নিতে হবে।
  • ব‍্যবহারের আগে অবশ্যই নেবুলাইজারের মাস্ক এবং মেশিন গরম পানি দিয়ে ধুঁয়ে ৩০ সেকেন্ডের মধ‍্যে ধুঁয়ে ফেলতে হবে। 
  • কখনোই গরম পানি দিয়ে কম্প্রেসার ও মেশিনের টিউব ধৌঁত করা যাবে না। 
  • অবশ্যই ৬ মাস পরপর মাস্ক বদলাতে হবে।
  • ফিল্টারের মধ‍্যে যদি ময়লা জমে তাহলে সেটি পরিবর্তন করতে হবে। 
  • এ‍্যাজমা এবং সিওপিডি রোগীদের নিয়মিত নেবুলাইজার ব‍্যবহার করাটাও ঠিক নয়। 


নেবুলাইজারকে বিপদের বন্ধু হিসেবে গণ্য করার অন‍্যতম কারণ হচ্ছে এটি শ্বাসকষ্ট এর মতো বড় ধরনের সমস্যা থেকে আপনাকে বড় ধরনের বিপদ থেকে পরিত্রান পেতে সহায়তা প্রদান করবে। বাংলাদেশের মধ্যে নেবুলাইজার মেশিনের দাম খুব বেশি না। তবে ব্যবহারের স্থান ভেদে নেবুলাইজার মেশিন ক্রয় করা উচিৎ। নেবুলাইজার মেশিন ব্যবহারের উপরোক্ত নিয়মগুলো মেনে ব্যবহার করলে স্বাস্থ্যঝুকি কম হবে। এবিং একই মেসিন দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করা যাবে।  





সূত্র: /সেবা হট নিউজ: সত্য প্রকাশ্যে আপোষহীন

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

খবর/তথ্যের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, সেবা হট নিউজ এর দায়ভার কখনই নেবে না।

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Know about Cookies
Ok, Go it!
To Top